পৃথিবীর সবচেয়ে বড় !!!

লিখেছেন লিখেছেন সিকদারর ৩১ মার্চ, ২০১৪, ১০:০৪:৪৮ রাত



সবচেয়ে বড় মসজিদ

পৃথিবীর সবচেয়ে বড় মসজিদটির নাম হচ্ছে Shah Faisal মসজিদ। পাকিস্থানের ইসলামাবাদে এটি অবস্থিত। এর ভিতরে অংশে ৩৫,০০০ জন ও বাইরের অংশে ১,৫০,০০০ জন মুসুল্লি এক সাথে নামাজ দাঁড়াতে পারেন।



পৃথিবীর সবচেয়ে প্যাচালো ফ্লাই ওভার।

পৃথিবীর সবচেয়ে প্যাচালো ফ্লাই ওভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে নিজেদের মাঝে ইন্টার চেঞ্জ করেছে এই প্যাচালো ফ্লাই ওভারের মাধ্যমে।



আমেরিকার Chicago Merchandise Mart হচ্ছে পৃথিবির সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এটি নির্মান শুরু হয় ১৯২৮ সালে শেষ হয় ১৯৩০ সালে । এটির আয়তন ৪০০০০০০ স্কোয়ার ফিট । এটির উচ্চতা ৩৪০ ফুট ।



পৃথিবীর সবচেয়ে বড় হোটেল।

পৃথিবীর সবচেয়ে বড় হোটেল আমেরিকার লাস ভেগাসের MGM Grand Hotel ( এম জি এম গ্রান্ড হোটেল ) । হোটেলটিতে ৬,২৭৬টি রুম রয়েছে।



দুনিয়ার সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটর ।

দুনিয়ার সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটর (Excavator) টি জার্মানীর তৈরি । KRUPP নামের একটি প্রতিষ্ঠান এর নির্মাতা । এটির ওজন ৪৫,৫০০টন, উচ্চতা ৯৫ মিটার আর লম্বায় মাত্র ২১৫ মিটার।



বিশ্বের সবচেয়ে দীর্ঘ রাস্তা ।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ রাস্তার নাম ইয়ংস্ট্রিট। এটি কানাডার একটি রাস্তা। ১৯৯৩ সালের ২৫ সেপ্টেম্বর টরেন্টো শহর থেকে ইয়ংস্ট্রিটের নির্মাণ কাজ শুরু হয়। তখন সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ১০০ থেকে ১২৫ কিলোমিটারের মধ্যে রাস্তাটির দৈর্ঘ্য সীমাবদ্ধ রাখা হবে। কিন্তু দিন যতো পার হতে থাকে, রাস্তাটিকে আরো লম্বা করার প্রয়োজনীয়তা ততো বেশি করে অনুভূত হয়। টরেন্টো থেকে শুরু হয়ে ইয়ংস্ট্রিট বেরি, নর্থ বে, সস্তিকা, কোচরানে, হার্স্ট, বিয়ার্ডমোর, থান্ডার বে ও ফোর্ট ফ্রান্সেস হয়ে আমেরিকার রেইনি নদীর পাড়ে গিয়ে শেষ হয়। সর্বমোট পথটির দৈর্ঘ্য দাঁড়ায় ১৯৮৬ কিলোমিটারে।



পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুল ।

পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুল Alberta, এটি কানাডায় অবস্থিত। ৫ একর জায়গা দখল করে আছে এটি।



পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু ।

Donghai Bridge পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু (Cross Sea Bridge), ৩২.৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনে অবস্থিত।

( তথ্য ও ছবি নেট হতে সংগৃহীত। )

বিষয়: বিবিধ

২৮৫২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201040
৩১ মার্চ ২০১৪ রাত ১০:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ তথপুর্ন পোষ্ট ও আকর্ষিনয় ছবি গুলির জন্য। তবে প্রথমটার ব্যাপারে একটু সন্দেহ আছে বর্তমানে সর্ববৃহত মসজিদ সম্ভবত মরোক্কতে।
০১ এপ্রিল ২০১৪ রাত ১২:১৭
150709
এলিট লিখেছেন : এর মধ্যে ঘটনা আছে। মরোক্কোর হাসান-২ নামক মসজিদটির ভেতরের যায়গা পাকিস্তানের এই মসজিদটির চেয়ে বড়। কিন্তু মরক্কোর মসজিদে মোট ধারন ক্ষমতা ১ লক্ষের কিছু বেশি। আর ভেতরে ও বাইরে মিলিয়ে পাকিস্তানের ওই মসজিদের ধারন ক্ষমতা প্রায় ৩ লক্ষ। কাজেই, মোট মানুষের ধারন ক্ষমতা বিচারে পাকিস্থানের মসজিদটিই বড়। বিশ্বের সবচেয়ে উচু মিনার আছে মরক্কোর ওই হাসান-২ মসজিদে, প্রায় ৬৫০ ফুট উচু।
ওদিকে, যায়গা সম্প্রসারনের ফলে মক্কায় মাসজিদুল হারামের ধারন ক্ষমতা এখন ৪ লক্ষ। হ্যা, কাবা ঘরের চারিদিকের গোলাকার মসজিদের কথা বলছি। এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ।
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১১
150864
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। |এলিট ভাইয়ের সাথে সহমত। জাজাকাল্লাহু খায়রান।
201050
৩১ মার্চ ২০১৪ রাত ১০:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : দেখে ও পড়ে ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে ... অনেক ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১২
150865
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। পড়াড় জন্য জাজাকাল্লাহু খায়রান।
201054
৩১ মার্চ ২০১৪ রাত ১০:৪৯
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ সিকদার ভাই।
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৩
150867
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনাকেও জাজাকাল্লাহু খায়রান।
201081
০১ এপ্রিল ২০১৪ রাত ০২:০২
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভাল লাগলো , শেয়ারের জন্য অনেক ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৩
150868
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান। দোয়া করবেন ।
201093
০১ এপ্রিল ২০১৪ রাত ০৩:২৯
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ভালো লাগলো

অনেক ধন্যবাদ

পিলাচ
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৪
150869
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। মন্তব্যর জন্য আপনাকেও +++++++্।
201130
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৬
রাইয়ান লিখেছেন : অনেক ভালো লাগলো। আরো বিষয়ভিত্তিক ছবি ব্লগ দেখতে চাই ! Happy Happy
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৫
150870
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। দোয়া করবেন।
201180
০১ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার সংগ্রহ। ধন্যবাদ।
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৫
150871
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান।
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৪
150881
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। বারাকাল্লাহু ফীক।
201206
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:২০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর ও তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ। ভাল লাগল।
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
151083
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ।
201511
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৫:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল লাগলো আপনার সংগ্রহগুলো Rose Good Luck
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
152377
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ধন্যবাদ।
১০
201715
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
ওয়াআলাইকুম আসসালাম। বারাকাল্লাহু ফীক।
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩০
152378
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File