পৃথিবীর সবচেয়ে বড় !!!
লিখেছেন লিখেছেন সিকদারর ৩১ মার্চ, ২০১৪, ১০:০৪:৪৮ রাত
সবচেয়ে বড় মসজিদ
পৃথিবীর সবচেয়ে বড় মসজিদটির নাম হচ্ছে Shah Faisal মসজিদ। পাকিস্থানের ইসলামাবাদে এটি অবস্থিত। এর ভিতরে অংশে ৩৫,০০০ জন ও বাইরের অংশে ১,৫০,০০০ জন মুসুল্লি এক সাথে নামাজ দাঁড়াতে পারেন।
পৃথিবীর সবচেয়ে প্যাচালো ফ্লাই ওভার।
পৃথিবীর সবচেয়ে প্যাচালো ফ্লাই ওভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে নিজেদের মাঝে ইন্টার চেঞ্জ করেছে এই প্যাচালো ফ্লাই ওভারের মাধ্যমে।
আমেরিকার Chicago Merchandise Mart হচ্ছে পৃথিবির সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এটি নির্মান শুরু হয় ১৯২৮ সালে শেষ হয় ১৯৩০ সালে । এটির আয়তন ৪০০০০০০ স্কোয়ার ফিট । এটির উচ্চতা ৩৪০ ফুট ।
পৃথিবীর সবচেয়ে বড় হোটেল।
পৃথিবীর সবচেয়ে বড় হোটেল আমেরিকার লাস ভেগাসের MGM Grand Hotel ( এম জি এম গ্রান্ড হোটেল ) । হোটেলটিতে ৬,২৭৬টি রুম রয়েছে।
দুনিয়ার সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটর ।
দুনিয়ার সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটর (Excavator) টি জার্মানীর তৈরি । KRUPP নামের একটি প্রতিষ্ঠান এর নির্মাতা । এটির ওজন ৪৫,৫০০টন, উচ্চতা ৯৫ মিটার আর লম্বায় মাত্র ২১৫ মিটার।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ রাস্তা ।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ রাস্তার নাম ইয়ংস্ট্রিট। এটি কানাডার একটি রাস্তা। ১৯৯৩ সালের ২৫ সেপ্টেম্বর টরেন্টো শহর থেকে ইয়ংস্ট্রিটের নির্মাণ কাজ শুরু হয়। তখন সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ১০০ থেকে ১২৫ কিলোমিটারের মধ্যে রাস্তাটির দৈর্ঘ্য সীমাবদ্ধ রাখা হবে। কিন্তু দিন যতো পার হতে থাকে, রাস্তাটিকে আরো লম্বা করার প্রয়োজনীয়তা ততো বেশি করে অনুভূত হয়। টরেন্টো থেকে শুরু হয়ে ইয়ংস্ট্রিট বেরি, নর্থ বে, সস্তিকা, কোচরানে, হার্স্ট, বিয়ার্ডমোর, থান্ডার বে ও ফোর্ট ফ্রান্সেস হয়ে আমেরিকার রেইনি নদীর পাড়ে গিয়ে শেষ হয়। সর্বমোট পথটির দৈর্ঘ্য দাঁড়ায় ১৯৮৬ কিলোমিটারে।
পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুল ।
পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুল Alberta, এটি কানাডায় অবস্থিত। ৫ একর জায়গা দখল করে আছে এটি।
পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু ।
Donghai Bridge পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু (Cross Sea Bridge), ৩২.৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনে অবস্থিত।
( তথ্য ও ছবি নেট হতে সংগৃহীত। )
বিষয়: বিবিধ
২৮৫৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওদিকে, যায়গা সম্প্রসারনের ফলে মক্কায় মাসজিদুল হারামের ধারন ক্ষমতা এখন ৪ লক্ষ। হ্যা, কাবা ঘরের চারিদিকের গোলাকার মসজিদের কথা বলছি। এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ।
অনেক ধন্যবাদ
পিলাচ
ওয়াআলাইকুম আসসালাম। বারাকাল্লাহু ফীক।
মন্তব্য করতে লগইন করুন