বাংলাদেশের মিঠা পানির মাছ। ( ছবি ব্লগ।)
লিখেছেন লিখেছেন সিকদারর ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০১:০৭ রাত
আমাদের এই বাংলাদেশে আগে কত রকম মাছ পাওয়া যেত । নদী-নালা , খাল-বিলে জৈষ্ঠ মাসে, বর্ষায় আর শীতের শেষে কত মাছ ধরতাম । এখন ফসলের জমিতে রাসায়ানিক সারে অপব্যাবহারে বাংলাদেশের মিঠা পানির অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। মাছে-ভাতে বাংগালী এই প্রবাদটা এখন রুপকথার শ্লোক হয়ে গেছে। আমাদের বর্তমান প্রজন্মের কেউই এখন দেশী মাছ চিনে না নামও জানে না। তাই সেই হারিয়ে যাওয়া অনেক মাছের সেই আর ছবি সহ আমার এই ক্ষুদ্র ( ? ? ) পোষ্ট । আশা করি পাঠকরা উপকৃত হবেন আর বিলুপ্ত প্রায় মাছের ছবি দেখে দীর্ঘসশ্বাস ফেলবেন।
মাছের রাজা ইলিশ মাছ।
চান্দা মাছ।
দাড়কিনা মাছ।( বিলুপ্ত প্রায় )
পুটি মাছ।
তিত পুটি ।
সর পুটি ।
কেচকি মাছ।
ভেদা মাছ।
হুতুম মাছ।( বিলুপ্ত প্রায় )
মেনি মাছ।
চাপিলা মাছ। ( বিলুপ্ত প্রায় )
কাজলি মাছ।( বিলুপ্ত প্রায় )
পিউলি মাছ।( বিলুপ্ত প্রায় )
মলা বা মইল্লা মাছ।
টেংরা মাছ।( বিলুপ্ত প্রায় )
পাবদা মাছ।( বিলুপ্ত প্রায় )
রাণী মাছ।( বিলুপ্ত প্রায় )
কই মাছ।
শিং মাছ ।
মাগুর মাছ।
বেলে বা বাইলা মাছ।
তারা বাইন মাছ।
চিটকা বাইন মাছ।
বাইন মাছ।
কুইচ্চা ( এটি মাছ নয়। )
কাকিলা মাছ।( বিলুপ্ত প্রায় )
পটকা মাছ।
রান্না করতে না জানলে এই মাছ বিষাক্ত ।
টাকি মাছ।
শোল মাছ।
গজার মাছ। ( বিলুপ্ত প্রায় )
বাচা মাছ।
বাটা মাছ।
নাইলোটিকা মাছ।
তেলাপিয়া মাছ।
রুই মাছ ।
কাতাল মাছ।
ইছা বা চিংড়ি মাছ।
কালা বাউশ মাছ।
কারফু মাছ।
মিরর কাপ মাছ।
মৃগেল বা মাআল মাছ।
গ্লাস কাপ মাছ।
পাংগাস মাছ।
সিলভার কাপ মাছ।
বোয়াল মাছ।( বিলুপ্ত প্রায় )
খোলসে মাছ।
ফলি মাছ।( বিলুপ্ত প্রায় )
আইর মাছ।
ভেটকি মাছ।
মহা শোল মাছ।
চিতল মাছ ।
বিষয়: বিবিধ
১২৫৫৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
কখনো খাইনি- এমন মাত্র ২টা
কুইচ্চা(এটি মাছ নয় )
পটকা মাছ(রান্না করতে না জানলে এই মাছ বিষাক্ত)
আসল নাইলোটিা তো এইরাম..
বাকী গুলোর জন্য...
যাউক গ্যা, তবে 'মিঠা প্রাণীর' এই জিনিষটা কিন্তু আমনে বাদ দিয়েছেন, লিষ্টে তালিকাভুক্ত করে লন:
মন্তব্য করতে লগইন করুন