পরাশক্তি আমেরিকার পতন কি শুরু হয়ে গেছে ?!!!!!
লিখেছেন লিখেছেন সিকদারর ২৯ জানুয়ারি, ২০১৪, ০৭:৪৩:১৩ সন্ধ্যা
১৯৬৪ সালের ৮ জানুয়ারি ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে অ্যামেরিকা থেকে দারিদ্র্য দূর করার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসন ৷ তাঁর ঘোষণার পরে উন্নতি করলেও আজ ৫০ বছর পরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক ক্ষমতাধর এই দেশকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে৷
মার্কিন পরিসংখ্যান ব্যুরো’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ এবং ২০১১ সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রতি তিনজন মার্কিন নাগরিকের প্রতি একজনের দারিদ্র্যের অভিজ্ঞতা হয়েছে । ২০১২ সালে অ্যামেরিকায় দারিদ্র্যের চিত্রটা ছিল ভয়াবহ ৷ দারিদ্র্যের কবলে পড়েছিল ৪ কোটি ৭০ লাখ মানুষ, যার মধ্যে ১ কোটি ৩০ লাখ শিশু ৷
২০১০ সালে বিনামূল্যে সরকারের কাছ থেকে খাবার পেত ২ কোটি ৬০ লাখ মানুষ ৷ ২০১২ সালে সে সংখ্যাটা অনেক বেড়েছে । জরুরি খাদ্য সহযোগিতার ব্যাপক চাহিদা ৷ ওয়াশিংটন ডিসিতে অনেক গরিব পরিবারকে বিনামূল্যে খাবার বিতরণ করে মান্না ফুড সেন্টার ৷ বিশ্বের এই ধনী দেশটির ১ কোটি ৬০ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে ৷ এই শিশুরা যুক্তরাষ্ট্রের ধনী-দরিদ্রের ব্যবধানকে সামনে তুলে ধরেছে ৷ নিউইয়র্ক সিটির ফুড ব্যাংক প্রতিদিন শহরের ৪ লাখ মানুষকে বিনামূল্যে খাবার দেয় ৷
দারিদ্র্যের কারণে খাদ্যাভাব দেখা দেয়৷ মার্কিন প্রশাসনের একটি গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক শহরে ২০১৩ সালে গৃহহীন মানুষের সংখ্যা আগের তুলনায় বেড়েছে ৷
এই কুপনটি ‘থ্যাঙ্কসগিভিং ডে’ তে বিনামূল্যে টার্কি খাওয়ার জন্য৷ নিউইয়র্ক সিটির ‘কোয়ালিশন অ্যাগেন্টস হাঙ্গার’ জানিয়েছে, প্রতি ৬ জনের মধ্যে একজন মার্কিন নাগরিক গত বছর পর্যাপ্ত খাবারের অভাবে দিন কাটিয়েছে ৷
অনেক মানুষ চাকরি করছে, কিন্তু তারা নিজেদের জীবন যাত্রার চাহিদা মেটাতে পারছে না ৷ যুক্তরাষ্ট্রে প্রতিদিনের মাথাপিছু আয় গড়ে ৭.২৫ ডলার ৷ ২০১৩ সালে গ্যালাপ-এর এক জরিপে দেখা গেছে ২০ ভাগ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে খাবারের জন্য যুদ্ধ করতে হচ্ছে ৷
সুত্রঃ- ডয়েচ ভেল
বিষয়: বিবিধ
১৫৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনও তারা প্রয়োজনীয় এবং প্রচলিত প্রায় সব বিষয়ের সক্ষমতার ক্ষেত্রে তুঙ্গে আছে।
আমরাও আছি শিক্ষা, গবেষনা, সক্ষমতা বাদ দিয়ে জাতিকে বিদেশিদের-গোলাম বানিয়ে অর্থ লুট-পাট আর তা দিয়ে ফুর্তির ক্ষেত্রে তুঙ্গে এবং এর জন্যই আমাদের সব ব্যবস্থাপনা!
সমস্যা হল আমেরিকার হাতে এসবের সমাধান আছে এবং তারা তা করেও ।
মন্তব্য করতে লগইন করুন