উদ্ভট আবিস্কার !!! তবে আপনার কাজে লাগতেও পারে।

লিখেছেন লিখেছেন সিকদারর ২৫ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৬:৫৯ রাত



গোসলের সময় গান গাওয়ার শখ চাপে অনেকেরই।তাই বাথরুম সিংগার হিসেবে জনপ্রিয় হতে চাইলে এই স্পঞ্জ মাইক আপনার প্রয়োজন।



গরম নুডলস ঠান্ডা করতে আর কোন বাধা রইলো না!



খাওয়ার সময় খাবারে চুল পড়া রোধে এই ব্যবস্থা। দেখতেও কিন্তু খারাপ লাগে না ।



জুতা দিয়ে যদি তেলাপোকা মারার কাজটাও সারা যায় তাহলে ক্ষতি কি?



আপনি বাসায় না থাকলে কি অন্য কেউ আপনার কাপ ব্যবহার করে? এই কাপের চাবিটি খুলে দিলে এটি ব্যবহার অযোগ্য হয়ে যাবে ।



বাসে, ট্রেনে ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। তবে ডানে-বামে সামনে মাথা হেলে পড়াটা একটা সমস্যা। আর সমস্যার সমাধান এখানে।



বাসে-ট্রেনে বসে থাকে যত লোক, তার চাইতে বেশি দাঁড়িয়ে থাকে। তাই বলে ঘুমানো কি বন্ধ থাকবে!



বার বার পকেট বা ব্যাগ থেকে রুমাল-টিস্যু বের করে নাক মোছা সত্যি বিরক্তিকর ।



আপনার শিশুটি কি সারাদিন হামাগুড়ি দিয়ে বেড়ায়? তাহলে এই ‘বেবি মপ’ ব্যবহার করতে পারেন। ঘর মোছার কাজটিও হয়ে যাবে ।

সংগ্রহঃ- এখান থেকে ।

বিষয়: বিবিধ

১৭৩০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167506
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Big Grin
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৮
121685
সিকদারর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।Happy
167527
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহাহাহা অনেক মজা করে দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৬
121700
সিকদারর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।
167531
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৪
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
121738
সিকদারর লিখেছেন : ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।
167542
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
সায়েম খান লিখেছেন : আপনার কাছে পাওয়া যাবে নাকি এসব পণ্য? DTF এ কত নাম্বার স্টল?
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
121739
সিকদারর লিখেছেন : নারে ভাই আমার কাছে নাই। আপনার খুজে নিতে হবে। খোজার জন্য আমি একটা হ্যারিকেন দিতে পারি।
167610
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:২৩
হলুদ রঙ মেঘ লিখেছেন : ভাল লিখেছেন অনেক ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
121740
সিকদারর লিখেছেন : দোয়া করবেন। ধন্যবাদ।
167636
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫০
রাইয়ান লিখেছেন : দারুন লাগলো .....
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
121741
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
167658
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:১৫
শেখের পোলা লিখেছেন : দারুন হয়েছে৷
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
121742
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
167659
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:১৬
শিকারিমন লিখেছেন : ওরে তারে কেউ থমান না ক্যারে !!! সে তো মাইরালায়বো! Rolling on the Floor Rolling on the Floor Time Out Time Out
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
121743
সিকদারর লিখেছেন : ডাক্তার পাঠাবো .....?
168001
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
জবলুল হক লিখেছেন : মজা পাইলাম বেশ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File