লেক ন্যাট্রন । ( পৃথিবীর ভয়ন্কর সুন্দর এক হ্রদ। )

লিখেছেন লিখেছেন সিকদারর ১২ অক্টোবর, ২০১৩, ১০:৩১:৪১ রাত



লেক ন্যাট্রন তানজানিয়ার উত্তর প্রান্তে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ। হ্রদটি তিন মিটার গভীর। এটা কেনিয়া সীমান্তের একেবারে কাছে । জায়গাটা এতটাই সুন্দর যে মনে স্বর্গের একটি টুকরা ।

সুন্দর এই হ্রদটির রয়েছে ভয়াবহ কিছু বৈশিষ্ট্য। যার কারনে পৃথিবীর এই সুন্দর জায়গাটাকে বেশির ভাগ প্রাণীই এড়িয়ে চলে। হ্রদের পানির তাপমাত্রা অসম্ভব গরম ,যা প্রায় সময় ১২০ ডিগ্রি ফারেনহাইট হতে ১৪০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠানামা করে। অতিরিক্ত তাপমাত্রার কারণে হ্রদের পানি বাষ্প হয়ে উড়ে যেতে থাকে। এর ফলে পানিতে লবণাক্ততা অনেক বেড়ে যায়। এখানকার পানির pH এর মাত্রা ৯ থেকে ১০.৫, যা সমুদ্রের পানির pH থেকেও বেশি। এর ক্ষারত্ব প্রায় এমোনিয়ার মত। হ্রদের তলদেশে মাটির সাথে মিশে রয়েছে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট। খুবই উত্তপ্ত বলে, এখানে কোন বন্যপ্রাণীর বসবাস নেই। তবে কিছু বিশেষ প্রজাতির শৈবাল এখানে জন্মায় । এখানকার লবণাক্ততার কারনে জন্ম নেয় কিছু অণুজীব। যাদের পুষ্টির একমাত্র উৎস এই হচ্ছে লবণ। এছাড়া ফ্লেমিঙ্গো পাখিদের আবাসস্থল হচ্ছে এই হ্রদ। পূর্ব আফ্রিকার প্রায় ২.৫ মিলিয়ন ফ্ল্যামিঙ্গো পাখির একমাত্র জন্মস্থান ও বসবাস উপযোগী জায়গা হচ্ছে এই হ্রদ।



অত্যধিক গরমের সময় পানি বাষ্প হয়ে উড়ে যাওয়ার কারনে হ্রদের লবণাক্ততা বেড়ে যায় । তখন সায়ানোব্যাকাটেরিয়া নামের শৈবাল জন্মে । ফ্লেমিঙ্গো পাখির মূল খাদ্য এই নীলাভ-সবুজ শৈবাল স্পিরুলিনা । আর এই হ্রদে তাদের বাচ্চাগুলো অন্য প্রাণীদের থেকে সুরক্ষিত থাকে। কারন হ্রদের অত্যধিক তাপমাত্রা সহ্য করতে না পেরে অন্য প্রাণিরা এখানে আসেই না । এই হ্রদের আরেকটি মুল বৈশিষ্ট্য হল এর পানিতে যে কোন প্রাণী বা পাখি পড়ার সাথে সাথে প্রাকৃতিক ভাবে মমিতে পরিনত হয়ে যায়।



প্রাণী বা পাখিরা পানিতে পড়ার পর তাদের দেহের টিস্যুগুলো ক্যালসিয়ামে পরিণত হয়ে যায় । এর ফলে তারা ক্যালসিয়ামের মূর্তিতে পরিণত হয়। এই মূর্তিতে পরিনত হওয়াকে বলে ক্যালসিফিকেশন।



সারা হ্রদের তীরের কাছাকাছি মমি বা ক্যালসিফিকেশন হয়ে আছে ফ্লেমিঙ্গো, স্টার্লিং, হর্নবিল, ঘুঘুসহ অনেক পাখি। অমেরুদণ্ডী প্রাণী, মাছ আর বাদুরসহ আরও অনেক প্রাণীর দেহ মূর্তি বা ক্যালসিফিকেশন আছে ।



এই হ্রদের অতিরিক্ত তাপমাত্রা, লবণাক্তটা প্রাণীদের মমি হওয়ার কারনে এত সুন্দর হ্রদটি ভুষিত হয়েছে ভয়ন্কর সুন্দর বিশেষনে। ভয়াবহ সুন্দর লেকটি প্রাণীদের অন্য রকম মমির জাদুঘরে পরিনত হয়েছে ।

বিষয়: বিবিধ

২৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File