বঙ্গবন্ধুর আওয়ামীলীগ নিয়ে কিছু কথা...।
লিখেছেন লিখেছেন গ্রহান্তরের আগুন্তক ২৩ এপ্রিল, ২০১৩, ০৪:৩৪:৫১ বিকাল
অনেকেই দেখি বলেন যে, বঙ্গবন্ধুর সেই আওয়ামীলীগ আর নাই, এই জন্যই আজ এই দুরবস্থা। অর্থাৎ তারা বলতে চান, শেখ মুজিবের আমলে আওয়ামীলীগ ভালো ছিল। চলুন দেখি ইতিহাস কি বলে
১। আওয়ামীলীগ আটান্নতে সংসদে স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করে।
২।উনসত্তরে রেসকোর্স ময়দানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র আবদুল মালেককে পিটিয়ে খুন করে।
৩। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গড়ে তুলে যুদ্ধের ময়দানে পেছন থেকে বামপন্থী মুক্তিযোদ্ধাদের উপর টার্গেট প্র্যাকটিস করেছে।
৪। স্বাধীনতার পর রক্ষী বাহিনী দিয়ে সারা দেশে মানুষ খুনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
৫। রাজনৈতিক ভিন্নমত পোষণের কারণে জাসদের ত্রিশ হাজার নেতাকর্মীকে পাখি মারার মত গুলি করে মেরেছিল।
৬। মুক্তিযুদ্ধের সময় বর্ষীয়ান জননেতা মাওলানা ভাসানিকে নজরবন্দী করে রেখেছিল।
৭। সিরাজ সিকদারের মত বিপ্লবীকে বন্দি অবস্থায় বিনা বিচারে হত্যা করেছিল।
৮। সরকার নিয়ন্ত্রিত চারটি সংবাদপত্র রেখে অন্যগুলো বন্ধ করে দিয়েছিল। অনেক সম্পাদককে জেলে পুরেছিল।
.
.
.
এই হচ্ছে বঙ্গবন্ধুর আওয়ামীলীগের রাজনীতি। এই রাজনীতি কেউ যদি নিজে ভুলে থাকতে চায়, ভালো। কিন্তু আরেকজনকে বঙ্গবন্ধুর রাজনিতির কথা বলে আম্বু বানাতে চায়, তাকে চোখে আঙ্গুল দিয়ে এই ইতিহাস দেখিয়ে দিন, কান মলে এই ইতিহাস শুনিয়ে দিন।
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন