কীসব বলে......,,,,,,,,,,,,,,,
লিখেছেন লিখেছেন মীর ফারহান ২৭ মে, ২০১৩, ১০:৩১:২৪ রাত
‘তত্ত্বাবধায়ক’ নিয়ে সংসদে আলোচনার ইঙ্গিত স্পিকারের
‘তত্ত্বাবধায়ক’ নিয়ে সংসদে আলোচনার ইঙ্গিত স্পিকারের
অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সংসদে বিরোধীদলের মুলতবি প্রস্তাব বিবেচনার ইঙ্গিত দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আর এমনটি যদি ঘটে তা হবে দুই দশকের মধ্যে বিরল ঘটনা।
সোমবার বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় তিন নেতা ও ১৫ অগাস্টে নিহতদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার এ কথা জানান।
তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে বিরোধী দল আগামী অধিবেশনে কোন মুলতবি প্রস্তাব জমা দিলে গ্রহণ করা হবে কি না জানতে চাইলে শিরীর শারমিন বলেন, “যদি তারা সংসদে আলোচনার কোনো নোটিস দেন তবে তা কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।সংসদ সদস্য হিসেবে তারা যেকোনো আলোচনা করতে পারেন। নোটিস দিলে তা বিবেচনা করা হবে।”
জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৬২ বিধিতে মুলতবি প্রস্তাবের বিষয়ে বলা রয়েছে- জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সংসদের যেকোনো সদস্য দিনের অন্য কাজ মুলতবি রেখে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার প্রস্তাব রাখতে পারেন।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনর্প্রবর্তনের পর প্রায় ১১ হাজার মুলতবি প্রস্তাবের মধ্যে গ্রহণ হয়েছে মাত্র চারটি। আর এর সবগুলোই পঞ্চম সংসদে। সর্বশেষ ৯৩ সালের ২০ সেপ্টেম্বর রফিকুল ইসলামের (যশোর-২) ‘গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্র শিবিরের সশস্ত্র হামলায় ১ জন নিহত ও দু’শতাধিক আহত হওয়া’ প্রসংগে একটি মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়।
আগামী ৩ জুন সংসদের অধিবেশনে বিরোধী দলের যোগ দেয়া প্রসঙ্গে স্পিকার বলেন, “স্পিকার হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আমি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছি। সম্প্রতি গণমাধ্যম মারফত জেনেছি তারা আসন্ন অধিবেশনে যোগ দেবেন। এটা আশার কথা। আমি আনন্দিত, তাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি।”
দুই দলের সংলাপ নিয়ে স্পিকার কোন ভূমিকা রাখেবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “সংলাপের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে। সংসদে কোন আলোচনা করতে চাইলে আমি অবশ্যই আমার ভূমিকা রাখবো।”
সংলাপ নিয়ে দরকষাকষির মধ্যে প্রধান একটি বাংলা দৈনিক দুই দলের সূত্রের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবিত সর্বদলীয় সরকারে বিএনপির আপত্তি না থাকলেও প্রধান নির্বাহীর পদে শেখ হাসিনাকে মানতে রাজি নয় তারা। পক্ষান্তরে আওয়ামী লীগও এ বিষয়ে ছাড় দিচ্ছে না।
এই অবস্থায় সংলাপ নিয়ে দুই পক্ষের কথা চালাচালি কার্যত রাজনৈতিক বোলচালে পরিণত হয়েছে।
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন