হরতাল স্থগিতে ১৩ দফার আন্দোলন বন্ধ হয়ে যায়নি: আহমাদুল্লাহ
লিখেছেন লিখেছেন মীর ফারহান ১১ মে, ২০১৩, ০৭:১০:৩৮ সকাল
হরতাল স্থগিতে ১৩ দফার আন্দোলন বন্ধ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ।
শুক্রবার বিকেলে কামরাঙ্গীরচরে নিহতের স্বরণে দোয়া এবং আহতদের সুস্থতা কামনা করে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
হেফাজত ১৩ দফার আন্দোলন থেকে পিছু হটেনি জানিয়ে এই প্রবীণ নেতা বলেন, ‘অচিরেই কার্যকর কর্মসূচি আসছে। ধৈর্য ধরুন এবং দোয়া করুন।’
আহমাদুল্লাহ আশরাফ বলেন, ‘শাপলা চত্বরে শাহাদাত বরণকারীদের রক্ত বৃথা যেতে পারে না।’
পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘যারা কোরআন-হাদীস রক্ষায় জীবন বিলিয়ে দেয়, তারা এতে অগ্নিসংযোগ করতে পারে না। ভিডিও ফুটেজ দেখলে সত্য বেরিয়ে আসবে।’
হেফাজতের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘হেফাজতের আন্দোলন সরকার উৎখাত এবং সরকার গঠনের জন্য নয়। এমনকি হেফাজতের ১৩ দফার কোথাও সরকারের পতনের কথা নেই।’
হেফাজতে ইসলাম জ্বালাও-পোড়াও, ভাঙচুরে বিশ্বাসী নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এমন উত্তপ্ত পরিস্থিতিতে হরতালের মতো কর্মসূচি ব্যাপক সংঘর্ষের নিশ্চিত আশঙ্কা রয়েছে। তাই হেফাজত ঘোষিত হরতাল স্থগিত করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সহকারী মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা সালাহউদ্দীন জয়নাল, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা সুলতান মহিউদ্দীন ও আব্দুল মান্নান ঢালী প্রমুখ।
বিষয়: রাজনীতি
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন