সংক্ষিপ্ত ইতিহাস - ০১

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২১ অক্টোবর, ২০১৫, ১১:১৩:১৫ সকাল



ইতিহাস এমন একটি গুরুত্বপূর্ণ যা বিশ্বের সকল জাতি গোত্রের নিকট সমান ভাবে আদরণীয় । এজন্য দেশ ভ্রমনের কস্ত স্বীকার করতেও তারা দ্বিধাবোধ করেনা । বুদ্ধিমান নির্বোধ সকলেই একে ভালবাসে । রাজন্যবর্গ নেতৃস্থানীয় এর প্রতি সমধিক আগ্রহী । পণ্ডিত মূর্খ সকলেই নিজ নিজ অভিরুচি অনুযায়ী এর মধ্যে উপদেশ অনুসন্ধান করে ।

---------

আল্লামা আব্দুর রাহমান ইবনে খালদুনকে আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে তাকে অন্যতম বিবেচনা করা হয় । এই কালজয়ী প্রতিভার অধিকারী মানুষটি ছিলেন একাধারে ঐতিহাসিক, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানী। তাঁর কাছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান ঋণী । মধ্যযুগে আল্লামা আব্দুর রাহমান ইবনে খালদুন ইসলামী রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনয়ন করেন। তাঁর গুরুত্ব কেবল বৈজ্ঞানিক ও বিশ্লেষণী পদ্ধতিতে রাষ্ট্রতত্ত্বের মূল সূত্র আবিষ্কারের জন্যই নয়; সমাজবিজ্ঞানের জন্মদাতা রূপেও বটে। তার প্রতিভার যথার্থ প্রকাশ ঘটেছে সমাজবিদ্যা, অর্থনীতি, ইতিহাস ও ইতিহাসের তত্ত্ব সম্পর্কে রচিত সুবিশাল ‘আল-মুকাদ্দিমা’ নামক গ্রন্থে ।

---------

মানুষের শ্রম ও চিন্তার ফসল রূপেই সভ্যতা সংস্কৃতির বিচিত্র উপাদান গড়ে উঠেছে । প্রাকৃতিক পরিবেশের বিরূপতা ও সহায়তাই মানুষকে এ সকল উপাদান সৃষ্টির পথে এগিয়ে নিয়ে গেছে । কারন কোন একক মানুষের পক্ষে যেহেতু জীবনের সামগ্রিক চাহিদা মিটিয়ে টিকে থাকা সম্ভব নয় , সেজন্যই মানুষ সেচ্ছায় সমাজবদ্ধ জীবনযাপন করতে উৎসাহিত হয়েছে এবং পরস্পরের সহায়তায় জীবনের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে নিয়েছে ।

---------

চিন্তাশক্তির বৈশিষ্ট্যের অধিকারী হওয়া স্বত্বেও মানুষ যে প্রানিজগতেরই অধীন এবং এই বৈশিষ্টের কল্যাণেই তথাকথিত ধর্মহীন জাতিগুলির মধ্যে সভ্যতা-সংস্কৃতির বিকাশ ঘটেছে ।

--------

সুত্র ঃ

০১. আল মুকাদ্দিমা - আল্লামা আব্দুর রাহমান ইবনে খালদুন ।

০২. উইকিপেডিয়া ।

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346652
২১ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৫
নাবিক লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ।
346654
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৫
জাইদী রেজা লিখেছেন : স্বাগতম ।
346694
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ শিক্ষনিয় এই পোস্টটির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File