নরেন্দ্র দামোদারদাস মোদি
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫১:২৬ বিকাল
গুজরাটে মুসলিম গণহত্যার প্রধান অপরাধী নরেন্দ্র দামোদারদাস মোদি (Narendra Damodardas Modi) ভারতের প্রধানমন্ত্রীর আসন ‘অলঙ্কৃত’ করে বসে আছেন! মুসলিম রক্তের হোলিখেলার সর্বোত্তম পুরস্কারই পেয়েছেন মোদি সাহেব, ভারতের ‘উদার’ গণতন্ত্রের কাছে।
তার চেয়ে বড় কথা, গুজরাটের গণহত্যার অপরাধে, যে মুখ্যমন্ত্রী মোদির জন্য আমেরিকার ভিসা নিষিদ্ধ ছিলো, সেই মোদি এখন আমেরিকার পরম প্রিয়জন। ‘মুসলিম রক্তের ধারক’ বারাক হোসেন ওবামা সম্প্রতি ভারত সফরে এসে একসময় তারই দেশকর্তৃক ঘোষিত সন্ত্রাসীকে আলিঙ্গন করে গিয়েছেন। রাজনীতি এবং ক‚টনীতি সত্যি বড় আজব চিড়িয়া! এখানে সত্য-মিথ্যা এবং ন্যায়-অন্যায় নির্ধারিত হয় বিবেক দ্বারা নয়, স্বার্থ দ্বারা, প্রয়োজন দ্বারা।
------ মাওলানা আবু তাহের মেসবাহ
বিষয়: রাজনীতি
১০৬৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই নিজের অসুবিধা হয় না এমন বিষয়ে ভারতকে সুবিধা দিতে যুক্তরাষ্ট্র বাধ্য । ২০১০ এ হাসিনা-হিলারীর কথোপকথনে এরকম একটা আভাসই পাওয়া গিয়েছিল ।
আর মুসলমান নামধারী ওবামার কাঁধে বন্দুক রেখে মুসলমান শিকার করা অনেক সহজ ইসরায়েলপন্থী আমেরিকানদের ।
যে ওবামা নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে আমেরিকান সৈন্যের উপস্থিতি কমাবেন বলে ফাঁপড়বাজি করেছিলেন সেটা উনার এই গত ২ মেয়াদে ভালই টের পাওয়া গেছে । ফাঁকতালে চামে উনি নোবেল প্রাইজও বাগিয়ে নিয়েছেন ক্ষমতায় বসার ২১ দিনের কাজ দেখিয়েই ।
মধ্যপ্রাচ্যে নিত্য নতুন যুদ্ধ ছড়িয়ে দিয়ে মুসলমান নিধন ও তাদের সম্পদ লুটে নেবার সুযোগ করে দেবার কারণে ইসরায়েলপন্হিদের প্রিয় পাত্র ওবামা ২য় বার ক্ষমতায় আসনে আর মোদির দলের লোকদের তো গর্ভবতী মুসলিম মহিলাদের পুড়িয়ে মারতে ও তার পেটের বাচ্চাকে চিরে বের করে মেরে ফেলতে খুব আনন্দ লাগে । এ কাজ করার জন্য সে সময়ের সেখানকার মুখ্যমন্ত্রী মোদি তাদের ৩ দিন সময় দিয়েছিলেন ।
এরা তো গলায় গলায় মিলবেই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন