তুঘলঘি কর্মকাণ্ড - ০১
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫২:২১ দুপুর
অনেক সময় আমরা অনেকেই কথায় কথায় বলে থাকি " তুঘলঘি কর্মকাণ্ড " চলছে । এই তুঘলঘি কর্মকাণ্ড বলতে সাধারণত অস্বাভাবিক বা অসম্ভব কিছু মিন করি । আসলে মুহাম্মদ বিন তুঘলক ওরফে জুনা খাঁ স্বচ্ছ জ্ঞান এবং বৈপ্লবিক চিন্তা-চেতনার অধিকারী সফল রাষ্ট্র নায়ক ছিলেন । তিনি পবিত্র আল কুরআনের হাফেয ছিলেন, হিদায়ার মত কঠিন ফিকাহ এর গ্রন্থও তার মুখস্থ ছিল । সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন ।
ভারতে তিনিই একমাত্র বাদশাহ যিনি শাসন ব্যাবস্থার সাথে সালাতকে একীভূত করেছিলেন । আযানের শব্দ কানে গেলেই দাড়িয়ে যেতেন, আযান শেষ না হওয়া পর্যন্ত দাড়িয়ে থাকতেন । সে যুগেই তিনি সতীদাহ প্রথা তুলে দিতে চেয়ে ছিলেন, কিন্তু হিন্দু ধর্মের বিরোধিতা বা হস্তক্ষেপ হবে বলে বিরত থাকেন । মুহাম্মদ বিন তুঘলক তাঁর মাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন-মায়ের কোন আদেশ অমান্য করতেন না । তিনি মসজিদে জামায়াতের সাথে সালাত আদায়ে খুব জোর দিতেন । তাঁর সময়ে নাচ গানে অভ্যস্ত অনেক নারী-পুরুষ
সালাতের পাবন্দী হন ।
তথ্যসুত্রঃ ১। মাসালিকুল আবসার
২। মায়াশার রহিমী
৩। তারিখী ফিরযশাহী
৪। চেপে রাখা ইতিহাস
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুহাম্মদ তুঘলক ছিলেন অনেক অগ্রসর চিন্তার অধিকারি সুলতান।
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন