কর্পোরেট ক্রিকেট
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২৩ জুন, ২০১৫, ০৪:০২:৪৮ বিকাল
বাংলাদেশের মত একটা গরীব রাস্ট্রে এই 'কর্পোরেট ক্রিকেট' এর বিস্তারলাভ যে এ দেশের মানুষের পক্ষেই জয়লাভের জন্য নয়, বরং চরম ক্ষতিকর, সেটা যত তাড়াতাড়ি তারা দেশবাসী বুঝবে ততই জাতির মঙ্গল। আসলে জয়লাভ করেছে 'কর্পোরেট' ধান্দাবাজেরা। তারা এই খেলাকে নিয়ে প্রায় ১৭ কোটি মানুষের হুজুগ তৈরি করতে সক্ষম হয়েছে
রুবেলের বিরুদ্ধে হ্যাপির অভিযোগের পরে অনেক 'প্রগতিশীল' বাংলাদেশীরা হ্যাপিকে অনেক গাল মন্দ করেছেন। তাকে বলেছেন সুবিধাবাদী। তো এই ক্রিকেটের প্রতি ভালবাসাই কিছু মানুষের মানসিকতাকে অনেক নিচে নামিয়ে দিচ্ছে। রুবেলের বল করার সময় সারা গ্যালারি জুড়ে হ্যাপি হ্যাপি চিৎকার মানেই ক্রিকেটার রুবেল হ্যাপির সাথে যা করেছে তাতে তাদের সমর্থন আছে। তো শুধু হুজুগ না। সমাজকে আনস্টবল ও চরিত্রহীন করে দিচ্ছে।
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবে যে ঘুম ভাংবে আমাদের?
মন্তব্য করতে লগইন করুন