কর্পোরেট ক্রিকেট

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২৩ জুন, ২০১৫, ০৪:০২:৪৮ বিকাল



বাংলাদেশের মত একটা গরীব রাস্ট্রে এই 'কর্পোরেট ক্রিকেট' এর বিস্তারলাভ যে এ দেশের মানুষের পক্ষেই জয়লাভের জন্য নয়, বরং চরম ক্ষতিকর, সেটা যত তাড়াতাড়ি তারা দেশবাসী বুঝবে ততই জাতির মঙ্গল। আসলে জয়লাভ করেছে 'কর্পোরেট' ধান্দাবাজেরা। তারা এই খেলাকে নিয়ে প্রায় ১৭ কোটি মানুষের হুজুগ তৈরি করতে সক্ষম হয়েছে

রুবেলের বিরুদ্ধে হ্যাপির অভিযোগের পরে অনেক 'প্রগতিশীল' বাংলাদেশীরা হ্যাপিকে অনেক গাল মন্দ করেছেন। তাকে বলেছেন সুবিধাবাদী। তো এই ক্রিকেটের প্রতি ভালবাসাই কিছু মানুষের মানসিকতাকে অনেক নিচে নামিয়ে দিচ্ছে। রুবেলের বল করার সময় সারা গ্যালারি জুড়ে হ্যাপি হ্যাপি চিৎকার মানেই ক্রিকেটার রুবেল হ্যাপির সাথে যা করেছে তাতে তাদের সমর্থন আছে। তো শুধু হুজুগ না। সমাজকে আনস্টবল ও চরিত্রহীন করে দিচ্ছে।

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327220
২৩ জুন ২০১৫ বিকাল ০৫:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ১০০% রাইট। ভালো লাগল, অনেক ধন্যবাদ ।
327235
২৩ জুন ২০১৫ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অর্ধেক সহমত।কর্পোরেট সংস্কৃতির কুপ্রভাব সবখানেই আছে।
327237
২৩ জুন ২০১৫ রাত ১০:১৪
নিরবে লিখেছেন : ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% সত্য।
কবে যে ঘুম ভাংবে আমাদের?
327277
২৪ জুন ২০১৫ সকাল ০৬:৩০
ছালসাবিল লিখেছেন : রাইট কথা Smug Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File