নারী শ্রমিকদের বুকের ওড়না কোমরে বেঁধে কাজ করার নির্দেশ

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ০৫ জুন, ২০১৪, ০৬:৩২:৩৫ সন্ধ্যা

নারী শ্রমিকদের বুকের ওড়না কোমরে বেঁধে কাজ করার নির্দেশ দেওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে নীলফামারীর উত্তরা ইপিজেডের হাজার হাজার নারী শ্রমিক। কর্তৃপক্ষের এই অনৈতিক নির্দেশের প্রতিবাদে ও ৮ দফা দাবিতে ইপিজেডের সব কারখানায় টানা চার দিনের কর্মবিরতি চলছে। ইপিজেড এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইপিজেড এলাকায়।

জানা গেছে, উত্তরা ইপিজেডের এভারগ্রীন কোম্পানির হাই পোষ্টিং ইউনিটে কর্মরত নারী শ্রমিকদের বুকের ওড়না কোমড়ে বেঁধে কাজ করার নির্দেশ দেওয়ায় গত চার দিন থেকেই শ্রমিক অসন্তোষ চলছে ইপিজেডে। গতকাল বুধবার সকালে ওই মিলের শ্রমিকরা অন্যান্য মিলের শ্রমিকদেরও কাজে যেতে বাধা দেওয়ায় বন্ধ হয়ে যায় ইপিজেড’র সব কারখানা।

এ নিয়ে গত চার দিন ধরে শ্রমিক কর্মবিরতি মিছিল ও দফায় দফায় শ্রমিক বিক্ষেভ চলছে। ক্রমেই এ উত্তেজনা বাড়ছে। এ নিয়ে গতকাল রাতে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক বসলেও কোনো সুরাহা না হয়েই ভেস্তে যায় বৈঠক। আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইপিজেড এলাকায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯.৩০টা) উত্তরা ইপিজেড এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা।

শ্রমিকদের একটি সুত্র জানাযায়, দীর্ঘদিন থেকেই মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে নানা অজুহাতে হয়রানি ও ছাটাই শুরু করে। এরই অংশ হিসাবে ওই মিলের ম্যানেজার শুব্রত হঠাৎ করেই মহিলা শ্রমিকদের বুকের ওড়না কোমড়ে বেঁধে কাজ করার নির্দেশ দিলে ঘটনার সূত্রপাত।

রেহানা নামে এক নারী শ্রমিক জানান, মিল ম্যানেজার শুব্রত কথায় কথায় শ্রমিকদের চাকরিচ্যুত, অতিরিক্ত টার্গেট প্রদান, শ্রমিক নির্যাতন ও মহিলা শ্রমিকদের বাথরুমের সামনে দাঁড় করিয়ে রাখার ঘটনায় দীর্ঘ দিন থেকেই শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল ওই কোম্পানিতে। মুসলিম ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে সংখ্যালঘু কর্মকর্তা কর্তৃক অনৈতিক নির্দেশ দেওয়া ক্ষিপ্ত হন শ্রমিকরা। ইসলাম ধর্ম বিরোধী এ অনৈতিক নির্দেশের প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় মেনে এসেছে। এর একটা সুরহা না করে শ্রমিকরা ঘরে ফিরবে না বলেও জানায় ওই নারী শ্রমিক।

এ ব্যাপারে ওই মিলের ম্যানেজার শুব্রতের সঙ্গে একাধিকবার যেগোযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আকতার আলম মোস্তাকি শ্রমিক অসন্তোষের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Click this link

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231040
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
সন্ধাতারা লিখেছেন : নারীজাতিকে আবারও উলঙ্গ করার পাঁয়তারা। ধিক! আমাদের দেশের শাসক গোষ্ঠী! এদের লজ্জায় অপমানে মরে যাওয়া উচিৎ। এজন্যই বুঝি ঘটা করে মহিলা স্পীকার, মহিলা বিরোধী নেত্রী আরও কত কী পয়দা করা হচ্ছে!
231096
০৫ জুন ২০১৪ রাত ০৮:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এ কোন জাহিলিয়াতের দেশে বাস করছি। হে আল্লাহ তুমি কিছু করো
231137
০৫ জুন ২০১৪ রাত ১০:৩২
হতভাগা লিখেছেন : আরও যে কত কিছু করতে বলবে সামনে !

আর আমাদের মেয়েরাও '' একে তো নাচুনে বুড়ি , তার উপর আবার ঢোলে বাড়ি'' টাইপের ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File