বিবর্ণ-ধূসর
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২০ এপ্রিল, ২০১৩, ০৭:৫৩:৫০ সন্ধ্যা
বিবর্ণ-ধূসর সব কিছুই
যখন আমি
এলাম আমার প্রিয় মাতৃভূমিতে।
ঘাস গুলোও ধূসর বিবর্ণ
বিবর্ণ আমার স্বাক্ষর।
হাট্টি মা টিম টিম
তারা মাঠে পারে ডিম।
ডিমের ভিতরে তুলতুলে নরম শরীর
মায়াবতী সুদর্শন।
বিবর্ণ-ধূসর
রাসুল-প্রেমিক
ক্ষুব্ধ হৃদয়
অশ্রুতে ভরপুর।
চরম অপচেষ্টা,
নিজেরে করে ধিকৃত
আমার প্রিয় রাসুলের সর্বোত্তম সদাচার
নরকের কীট কুলাঙ্গার
ধিকৃত মালাউন।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টি মা টিম টিম।
টিম টিম প্রদীপের শিখা
প্রজ্জলিত
লকলকে বিষধর গোক্ষুর।।
কিছু বিবর্ণ-ধূসর বৃক্ষ
মরা খেকো শকুনির তীক্ষ্ণ তীর
নিদারুণ তামাশা
কি মজা কি মজা সর্প খেলা।
হৃদয় আমার ক্ষত-বিক্ষত
অশ্রুজলে রক্ত ঝরে।
কি মূল্য এ জীবনের
তেলাপোকার জীবন।।
তেলাপোকা আমি
অজর-অক্ষয়, অতিকায় ডাইনোসর নির্বংশ।
সর্বভুক আমি
বেচে আছি সুখে আছি।।
শালিক পাখির জীবন
কত প্রকার শালিক
কিচির-মিচির সকাল সন্ধ্যা
মৃত ধান গাছের বাসা,কি যে খাসা।
স্বপ্নে আমার সবই তো
প্রগাঢ় সবুজ
কিন্তু
সব সবুজগুলোই বিবর্ণ-ধূসর।
বিষয়: সাহিত্য
১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন