চলে যায় দিন কবিতা
লিখেছেন লিখেছেন Md.Kawsar Uddin Chowdhury ২৫ মে, ২০১৬, ১১:৩৯:৫৯ রাত
চলে যায় দিন
মোঃ কাওছার উদ্দীন চৌধুরী
:::::::::::;;;;;;;;;;;;;;::::::::::::::::::
হায় হায় করে আজো
বসে করো চিন্তা?
ঝেড়ে ফেলো সব কিছু
চলে যায় দিনটা।
দিন রাত ভেবে কিছু
পাবে না যে শান্তি,
মন থেকে ছুঁড়ে ফেলো
যত ভুল ভ্রান্তি।
মন খুলে ডাক তাঁরে
করিল যে সৃষ্টি,
রহমত পাবি যেনো
ঝরে ঠিক বৃষ্টি।।।।
"""""""""""""""""""""""""""""""""""""""
২০/০৫/২০১৬ খ্রিঃ
বিষয়: সাহিত্য
৮৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন