বাম রাজনীতি ও কিছু কথা

লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ৩১ ডিসেম্বর, ২০১৫, ১১:১১:৩১ সকাল

আজ কোন এক ব্লগের একটা লেখা পড়লাম, যাতে বামদের খুব গুনগান শুনলাম, ব্লগারের দাবী বাংলাদেশে একমাত্র বামরাই নাকি বুঝে শুনে রাজনীতি করে। লেখক বা লেখিকার দাবী, বামরাই অন্য রাজনীতিতে গিয়ে অন্যদের ধন্য করেছে।!!

আসলে বাম পচা নিয়ে কথা বলার ইচ্ছা আমার নেই বা ছিল না। তবু দু'একটা কথা বলা একান্তই দরকার। ব্লগারের দাবী অনুযায়ী বামরা অন্য দলে গিয়ে অন্য দলকে ধন্য করেছে। হিসাবটা কি আসলেই খুব সোজা নয়কি বুঝা গেল বামরা যতই আদর্শ কপচায় সবচে বড় আদর্শহীন এরাই। বামরা মার্কস লেলিন বাদের একটা শব্দ আউড়িয়ে অন্যদের গালি দেয় সেটা হলো বুর্জুয়া। বামদের সে শব্দটা দিয়েই প্রশ্ন করি, বাংলাদেশে কোন বামটা শেষ বয়সে এসে বুর্জুয়া হয়নি। আমার ছোট বেলায় আমার এক সিনিয়র ভাই জাসদ করতেন, কিছুটা তাত্বিক আর নেতা গোছের ও ছিলেন। একবার আমাকে খুব আফসোস করে বলেছিলেন, "আবুসাইদ, দুঃখের বিষয় হলো, যারা শ্রমিকের অধিকারের কথা বলে শ্রমিক নেতা হয়, তারাই শ্রমিকদেরকে আবার শোষন করে। বুর্জুয়াদের সমালোচনা করে তারাই আবার বুর্জুয়া হয়।

বাংলাদেশের একসময়ের এক বড় সাবেক বাম নেতা তাঁর মেয়ের বিয়েতে সবচে' বেশী বিলাসিতা করেছেন। অধিকাংশ বাম নেতাই, শেষ বয়সে এসে প্রচন্ড বিলাসিতায় মত্ত হয়েছেন। ইনু মেননরা এখন হজ্জও করেন, বিলাসিতার কথা বাদই দিলাম। যে ইনু মেননরা ইউনিয়নের মেম্বার ও হতে পারেননি তারা এখন পাওয়ারফুল নেতা। বিশ্বের বড় মাস্তান পুতিনের আশ্রয়ে তাঁরা এখন তত্ব কপচান।

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355792
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কথায় বলে "পাগলের সুখ মনে মনে"
ওরা এসব বলে মনে মনে সুখ পেতে চেষ্টা করে মাত্র!!

ওদের ব্যাপারে কথা বলা মানেই সময় নষ্ট!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
355797
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩৪
দ্য স্লেভ লিখেছেন : বামদের কিছু নীতি কথা আছে,তাতে তারা সমস্যাটা দারুনভাবে তুলে ধরে কিন্তু কোনো সমাধান নেই। সকলকে সমান হতে বলে,যা বাস্তবে কখনও সম্ভব হয়নি। কনসেপ্টেই বিরাট গলযোগ রয়েছে। সমাজতন্ত্র কখনই পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিতত ছিলনা। যা ছিলো সেটাতে ছিল ব্যপক ঘাপলা
০১ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৪৬
295523
আবু মাহফুজ লিখেছেন : হ্যাঁ, আপনি অনেকটা সত্য বলেছেন। এরা সারা জীবন তত্ব কপচায়। কার্লমাক্স এর মুল কলেমা বা যে তত্ব, অর্থনৈতিক সমস্যার সমাধান, সেটাই মস্কোতে চরমভাবে মার খেয়েছে। সোভিয়েতের পতনের আগে সেখানে বড় সমস্যা ছিল অর্থনীতি। সেই থেকে আজো, মস্কোতে আপনি বাংলাদেশের মত গরীব দেশ থেকেও যদি যান আপনার কাছে টাকা আসলে জানলে আপনি চোর ডাকাতের কবলে পড়বেন। আজো রাশিয়াতে নারীরা সবচে অবহেলিত এবং সস্তা। সামান্য টাকার বিনিময়ে রাশিয়াতে মেয়েরা পতিতাৃবৃত্তি করে। যতই সমান অধিকারের কথা বলে আজো পুতিনে মত ডাকাত হলো বিশ্বের সেরা ধনিদের একজন। মরহুম মাওলানা আবদুর রহীম এই তথাকথিত সমাজতন্ত্রিদের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, ছোট ছোট শাপ মেরে বড় একটা অজগর পোষা। বুর্জুয়া তন্ত্রের সমালোচনা করে রাষ্ট্রায়াত্তের নামে পুতিনদের মত বড় বড় অজগর মার্কা কাল শাপ সৃষ্টি করা।
355839
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সোভিয়েট এর পতন নিয়ে ভারতিয় অভিনেতা ও কম্যুনিষ্ট কর্মি উৎপল দত্ত এর লিখা "প্রতিবিপ্লব্" বইটি সম্প্রতি পড়লাম। তার মতে নেতাদের অতিলোভ ও আমলাতান্ত্রিক বুর্যোয়া শ্রেনি সৃষ্টিই সোভিয়েট পতন এর কারন।
০১ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৫১
295527
আবু মাহফুজ লিখেছেন : কারণ অনেকেই অনেক কারণ দেখাবে এবং বলবে। একেকজন তাদের দৃষ্টিভঙিগ অনুযায়ী কারণ বলবে। তবে একটা সোজা এবং প্রধান কারণ হলো এটা তত্বই সার। এটা অবাস্তব। সমাজতন্ত্র হলো মাকাল ফল। দেখতে খুব সুন্দর। শুনতে খুব সুন্দর, আহা কি সুখী সমাজ। কিন্তু খুব তিতা। দেখতে এবং শুনতে ভাল বলেই বিশ্বের লক্ষ লক্ষ মেধাবী তরুণ এই মতের দিকে ধাবিত হয় আর জীবন দিয়ে দেয়। কিন্তু বাস্তবে দিয়েছে শুধু সন্ত্রাস, রক্ত আর জীবন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File