প্রকাশক দীপন খুনের ঘটনায় একজন অপদার্থ গাঁজাখোরের গাঁজাখুরি বকবকানির কিঞ্চিত জবাব

লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ০১ নভেম্বর, ২০১৫, ০৯:৪৯:৫১ সকাল

প্রকাশক দীপন খুনের ঘটনায়

একজন তথাকথিত ব্লগার আজ সেই একই সুরে সেই চর্বিত চর্বন বকওয়াজি কলমবাজি করে গেল। আওয়ামী ভাদানি সুরে বলে গেল এসব খুনে নাকি বি.এন.পি জামায়াত দায়ী। সবচে' মজার ব্যাপার হলো কোথাকার কোন ছড় নাই পাছা নাই, হতচ্ছাড়া বলে গেল তাদের এসব ফুটিকা খেয়ে গাঁজাখুরি কলমবাজির জবাব দেয়ার মুরোদ নাকি কারো নাই। হাসবো না কাঁদবো বুঝিনা। এসব গাঁজাখোরদের গাঁজাখুরি বকবকানির জবাব দিয়ে আমি আমার আমার মূল্যবান সময় নষ্ট করতে চাইনা, তবু কয়েকটা লাইন লিখতে বাধ্য হলাম।

তোমাদের মত কিছু আওয়ামি আর ভারতের দালাল, ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ভিসা পাবার জন্য কিছু লোককে খুন করে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছ, আর বেহায়া বেশরমের মত বলো যে, কারো লেখার মুরোদ নাই।

তোমার অযেীক্তিক কথার উত্তর দিয়ে আমরা একটা মিনিটও নষ্ট করতে চা্ইনা। তোমার যদি লজ্জা থাকে তাহলে তোমার তথাকথিত দালালি (মাননীয় প্রধানমন্ত্রীকে কেন জিজ্ঞাসা করোনা, বাংলাদেশে হাজার হাজার খুন, রাহাজানি, গুমের একটারও কেন সুরাহা হয়নি। হাজার হাজার খুন গুমের মধ্যে কোনটার কথা বলবো, সাগর রুনি, তালিকা বের করবো?

বেহায়া বেশরম, গাঁজাখুরি লিখতে লজ্জা করে না। কেন প্রশ্ন করোনা, একজন বাপ কেন বিচার চায়না। কোন বিচারটা হয়েছে বলো? হয়েছে কি একটি বিচার? লজ্জা করে না তোমাদের খালেদাকে অপবাদ দিতে। চক্ষু লজ্জাও নাই তোমাদের! খালেদা কি এখন ক্ষমতায়? তুমি যে দেশে বসে তেলেসমাতি মারো, সে সব দেশে সামান্য ঘটনায় ক্ষমতাসীনরা পদত্যাগ করে সে সব তোমাদের মত বেহায়া বেশরমদের চোখে পড়ে না। বেহায়া বেলাজা বেশরম না হলে কোন বিবেকে তুমি ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করো না যে। মানুষের নিরাপত্তা দেয়ার মালিক কে? সাগর রুনি হত্যার পর তোমার মাননীয়রা বলেছে কারো বেড রুম নাকি পাহারা দেয়ার মালিক নয় তারা, অভিজিত তো কারো বেডরুমে খুন হয়নি? বই মেলাও কি সরকার পাহারা দিতে পারে না। জামায়াতকে কে তোমরা ধরে ধরে জেল খানা ভরে রেখেছো তারপরও, তোমাদের কারো পাতলা পায়খানা হলেও সেখানে জামায়াত কে দোষারোপ করতে লজ্জা করে না? কথায় কথায়, আল কায়েদা, আমপারা, আনসারুল্লাহ, কলিমুল্লাহ সলিমুল্লাহ নাম নিতে শরম করা উচিত তোমাদের।

বিষয়: বিবিধ

১৮৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348053
০১ নভেম্বর ২০১৫ সকাল ১০:০৪
রক্তলাল লিখেছেন : সইত্য!
348068
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য বলাই এখন মিথ্যা!!!! জাগৃতি প্রকাশনি থেকে আল-মাহমুদ, সহ অনেকের বই ই প্রকাশিত হয়েছে। অধ্যাপক ফজলুল হক বামপন্থি হলেও ভারতিয় লবির মানুষ নন।
348071
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩১
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : একদম সঠিক কথা। এদের লজ্জা নাই
348073
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

এবারের টার্গেট সিলেকশনে ওরা এক ঢিলে সাত পাখী মেরেছে!!
348124
০১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : দু কান কাটারা শহরের ভিতর দিয়েই চলে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File