পদলেহী দালালদের পরিণতি
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ৩১ আগস্ট, ২০১৫, ০১:০৩:৪০ রাত
দেড় বছর বা প্রায় দু'বছর আগে আমি ছোট্র একটা লেখা লিখেছিলাম। সেখানে আমি বলেছিলাম, দেশে যে তামাশা চলছে তাতে বি.এন.পি জামায়াতের উচিত কিছুদিন চুপ করে থেকে তামাশা একটা দেখা। আমি একটু কড়া মন্তব্য ও করেছিলাম যে, ভবিষ্যতে কি হতে পারে।
আমেরিকায় ১১ই সেপ্টেম্বর এর পর মুসলমানরা যখন তটস্থ, শংকিত, প্রেসিডেন্ট বুশ যখন আস্ফালন দিচ্ছিলেন, সে সময় ২০০১ সালের নভেম্বরের দিকে ইসলামপ্রিয় কিছু বন্ধু বান্ধবের এক ছোট খাট সমাবেশে আমি অনেকটা এ ধরনের একটা মন্তব্য করেছিলাম।
বাংলাদেশে বর্তমানে ছাগলের ১১ নং বাচ্চা, ইনু, শেখ সেলিম, শফিউল্লাহ এবং সর্বশেষ জাফর মাস্টরের যে নাটক ঘটলো এসব যে ঘটবে, ঘটতে যাচ্ছে এটাই যে স্বাভাবিক এটা বুঝার জন্য মহাপন্ডিত হবার দরকার নাই।
১৯৭৪-৭৫ এর ঘটনাবলি যা জানেন বা ভালভাবে পড়েছেন, তাদের কাছে এটা স্পষ্ট হবার কথা।
অন্যায় করে যারা ক্ষমতা আঁকড়ে থাকেন, ইতিহাস স্বাক্ষী তাদের পরিণতি বড়ই করুন হয়। পৃথিবীর বয়স প্রায় চার শ কোটি বছর, এটাই চারশ' কোটি বছরের ইতিহাস, এটাই বাস্তবতা।
স্বৈরাচারী এ সরকার হয়তো আরো কিছু পদলেহী, তোষামোদকারী দালাল পেতেও পারে, বিবেকবর্জিত, দুশ্চরিত্র আরো শত শত সাংবাদিক নামধারী জাতীয় বেঈমানরা হয়তো কিছু হালুয়া রুটির আশায় ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম করতে পারে, জামায়াতের আরো একশ' নেতাকেই হয়তো ফাসিঁ দিতে পারে, খলনায়ক দুশ্চরিত্র এরশাদকে দিয়ে বিরোধী দল নাটক করতে পারে, খালেদা জিয়াকে হয়তো দেশ ছাড়াও করতে পারে, জেলে ও পুরতে পারে। তারপরও স্বৈরাচারী হাসিনার মনে রাখা উচিত, তার বাবা শেখ মুজির তার চেয়ে অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, অনেক বেশী শক্তিশালী ছিলেন তাঁরপরও তাঁর মৃত্যুর পর আওয়ামী নেতারাও ইন্নালিল্লাহ পড়েন নি, এটাই সত্য।
সত্য তার নিজ গতিতে এগিয়ে চলে।
আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো। জানি না, কতদিন বাঁচবো, তবে আমাদের যাদের সামান্যতম লেখাপড়া বা অভিজ্ঞতা আছে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস এ সরকার এবং তাদের পদলেহী দালালদেরকে একদিন কঠিন পরিণতি ভোগ করতে হবে্
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেকোন স্বৈরাচারি সরকার এর পরিনতি হয় কামড়াকামড়ি করা।
সত্য তার নিজ শক্তিতে এগিয়ে চলে।
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন