শেখ মুজিবের কিছু কাহিনী

লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ০৭ অক্টোবর, ২০১৪, ০৭:০২:৩৮ সকাল

এন্থনি ম্যাসকারেনহাসের বর্ননা এবং বিভিন্ন সুত্র থেকেই সে সময় ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে নারীর সম্ভ্রমহানী, খুন রাহাজানীর অভিযোগ উঠে। সিরাজ সিকদার ছিলেন একজন বামপন্থী মাওবাদী সর্বহারা পার্টির নেতা, শুধুমাত্র এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধীতা করার কারনে সিরাজ শিকদারকে নির্মমভাবে খুন করা হয়। সিরাজ সিকদারকে হাত এবং চোখ বাঁধা অবস্থায় পুলিশ কন্ট্রোল রুমে আনা হয় এবং রাতের আধঁারে হাত পাঁ চোখ বাধা অবস্থায় গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। সিরাজ শিকদারকে এই নির্মমভাবে খুন করেই ক্ষান্ত হননি বঙ্গবন্ধু শেখ মুজিব, পার্লামেন্টে এসে হুংকার দিয়ে মুজিব বলেছিলেন, "কোথায় আজ সিরাজ শিকদার"। (প্রাগুক্ত পৃষ্ঠা ৪৬). এভাবে ১৯৭২-৭৫ হাজার হাজার নির্মম কাহিনী রয়েছে। ওরিয়ানা ফালাসি নামে একজন ফরাসী সাংবাদিক, যিনি আমেরিকার হেনরী কিসিঞ্জার, ইরানের ইমাম আয়াতুল্লাহ খোমেনি, ইসরাইলের গোল্ডা মায়ার, ভারতের ইন্দিরা গান্ধি, পাকিস্তানের ভুট্রোসহ বিশ্বের নামকরা অনেক নেতার সাক্ষাতকার নিয়েছিলেন, ১৯৭২ সালে তিনি শেখ মুজিবুর রহমানের সাক্ষাতকার ও নিয়েছিলেন। ওরিয়ানা ফালাসি অসম সাহসী মহিলা ছিলেন, যাঁর প্রশ্নবানে বিশ্বের বড় বড় নেতারা জর্জরিত হয়েছিলেন। শেখ মুজিবের সাথে ওরিয়ানা ফালাসির সাক্ষাতকারে ওরিয়ানা ফালাসি শেখ মুজিবুর রহমানকে গোয়ার, ধোকাবাজ ইত্যাদি বিশেষনে আখ্যায়িত করেছিলেন, সাক্ষাতকারের এক পর্যায়ে ফালাসি মুজিবকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা মিঃ মুজিব, ৭১ এর ১৬ ডিসেম্বরের পর তো আর রাজাকার আলবদর বা পাকিস্তানীরা ছিল না, তখন ঢাকা স্টেডিয়ামে গনহত্যা চালিয়েছিল কারা, উল্লেখ্য মুজিবের শাসনামলে রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞের একটির কথা উল্লেখ করেছিলেন, তখন মুজিব প্রতি উত্তরে চিৎকার করে বলে উঠেন "মিথ্যা কথা, ওরিয়ানা ফালাসি মুজিবকে বলেন, মিঃ মুজিব, আমার সাথে চিৎকার করবেন না, আমি যা বলছি, তথ্য ভিত্তিক, সম্পূর্ন জেনে শুনে জিজ্ঞেস করছি, মুজিব আবার বললেন মিথ্যে কথা, তিনবার বলার পর ওরিয়ানা ফালাসি নিজেই চিৎকার দিয়ে বলেন, মিঃ মুজিব, খবরদার, আমি আপনাকে আর একটিবারও মিথ্যাবাদী বলার অধিকার দিচ্ছি না, খবরদার আপনি আমাকে মিথ্যাবাদি বলবেন না। ওরিয়ানা ফালাসির এই ৗদ্ধত্যে স্বাভাবিকভাবে মুজিব ক্ষেপে উঠেন এবং এদিক সেদিক ডাকাডাকি শুরু করেন, তখন বাধ্য হয়ে ওরিয়ানা ফালাসি বঙ্গভবন ত্যাগ করেন।

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272076
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৬
শেখের পোলা লিখেছেন : ঐ হত্যাযোগ্যটা চালিয়েছিলেন আমাদের বঙ্গমহাবীর, গামছা কাঁধে জনাব কাদের সিদ্দিকী৷ ওর পরই জনাব বঙ্গ বন্ধু তাকে উপাধীখানা দান করেন৷
272088
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যখন একজন নেতার মধ্যে মালিকসুলভ দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় তখন তার মধ্যে আর নেতৃত্বের গুনাবলি থাকেনা।
272093
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৮
ফেরারী মন লিখেছেন : এসবের আর কত ইতিহাস জানবোরে ভাই। জানতে জানতে জানো.. হয়ে যাচ্ছি। Big Grin Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File