২০৫০ সালে আপনার গাড়িটি কেমন হবে?

লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ০৬ ডিসেম্বর, ২০১৩, ০১:০৬:৪৯ রাত

২০৫০ সালে আপনার গাড়িটি কেমন হবে?

আবু এস. মাহফুজ

প্রতি বছরই গাড়ি শিল্পে নতুন নতুন মডেলের গাড়ি বের হচ্ছে।

সম্প্রতি বি.বি.সির এক রিপোর্টে প্রশ্ন তুলেছেন যে, ২০৫০ সালে আসলে কোন গাড়ীই থাকবে কিনা নাকি গাড়ির চে' উন্নততর কিছু আবিষ্কার হয়ে যাবে। জ্বালানী খরচ কিংবা গাড়ীর ধোঁয়া জাতীয় সমস্যা বা গ্রীন হাউজ ইফেক্টের মত সমস্যা গুলো সামনে রেখে গাড়ীর আদলও বদলে যেতে পারে, কিংবা হতে পারে আগামী দিনে গাড়ী চলতে পারে কোন চালক ছাড়া কিংবা চালক থাকলেও হয়তো চালককে হুইল ঘুরানোর প্রয়োজন নাও পড়তে পারে। চালক ড্রাইভিং সিটে বসে বসে শুধু বলবেন কোথায় যেতে হবে।

আধুনিক প্রযুক্তিতে জি.পি.এস এর যে প্রভাব তাতে বিবিসির এই অনুমানকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না।

যুক্তরাষ্ট্রস্থ গাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান জি.এম এর সুপার ক্রুজ নামের প্রজেক্টকে এর প্রাথমিক পদক্ষেপ বলা যেতে পারে। অন্যদিকে বি.এম.ডব্লিউ কোম্পানি ট্রাফিক জ্যাম এসিসট্যান্স নামের আরেকটি কর্মসূচী নিয়েছে। যে কর্মসুচীর সুযোগে একটি গাড়ি গভীর জ্যামের মধ্যে পড়লে বা একেবাসে সরু গলির মধ্যেও নিজের রাস্তা বের করে সামনে এগিয়ে যেতে পারবে।

অপরদিকে ভলভো কোম্পানির রোড ট্রেইন প্রোগ্রামের মাধ্যমে একজন প্রশিক্ষণপ্রাপ্ত চালকের মাধ্যমে একটা গাড়ি অন্যন্য গাড়ীকে অনুসরণ করে গন্তব্যে পেীছে যাবে এবং গন্তব্যে পেীছে গাড়ি পার্কিং এর স্থান খুঁজে বের করবে এবং নিজে নিজেই পার্ক করে নেবে। এদিকে গাড়ির চালক গাড়ি স্ট্রাট দিয়ে তারপর আরাম করে বসে, বই পড়বে, মুভি দেখবে বা অফিসের ফাইলপত্র দেখতে পারবে। এমনকি অফিসের জরুরী কাজ গাড়ীতে বসেই আগাম সেরে নিতে পারবে।

জেনারেল মটরস বা জি.এম এর জি.এম.ই.এন.ভি এক্ষেত্রে খুবই আকর্ষণীয় আর দেখতেও ভারি মজার।

২০১১ সালের অক্টোবর মাসে জি.এম তাদের এই জি.এম ই.এন.ভি পরিকল্পনার ঘোষনা দেয়। এবং প্রথম প্রকল্প হিসেবে চীনে পরীক্ষামূলক ভাবে চালানো হবে।

এই গাড়ীর সবচে মজার বিষয় হবে গাড়িটি চলবে আপনা আপনিই। আপনাকে কিছুই করতে হবেনা। সামনে পেছনে আর কোন গাড়ী আছে কিনা, অন্য কোন গাড়ী অন্য কোনদিক থেকে আসছে কিনা, কিংবা দ্রুতগামী অন্যকোন গাড়ী কোনদিক থেকে ছুটে আসছে কিনা সেটা বুঝতে পারবে এই ই.এন ভি গাড়ী। নিজে নিজেই পার্কিং এর জায়গা খুঁজে বের করবে এবং নিজে নিজেই পার্ক করে নেবে। শুধু কি তাই! জি.এম এর দাবী অনুযায়ী, আপনি ফোন করলে, ফোনের ট্র্যাক রেকর্ড ধরে গাড়ী নিজে নিজেই আপনি কোথায় আছেন তা বের করে আপনার কাছে চলে আসবে। ওহ কি মজা তাই না!!

বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File