ওএকজন আবদুর রশিদের কাহিনী

লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ২৪ আগস্ট, ২০১৩, ১১:২২:৫৫ রাত

বি.ডি. ২৪ লাইভ নামে একটি ওয়েব সাইটে ঝিনাইদহের কালিগঞ্জের একজন আবদুর রশিদের একটি সংবাদ পড়ে আমার কান্না থামাতে পারলাম না। দর দর করে চোখ দিয়ে পানি বের হতে থাকলো।

আবদুর রশিদ জামায়াতের সমর্থক বা কর্মী। জামায়াতের আমীরসহ কেন্দ্রীয় নেতাদের কারাবরণের দিন থেকে গত তিন বছর যাবত রোজা রেখে জামায়াত নেতাদের মুক্তি দাবী করে আসছেন।

নেতার মুক্তির জন্য রোজা রাখছেন কেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মতো নগন্য মানুষের দাবী দুনিয়ার কোন মানুষ রাখবে না তাই রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাদের মুক্তির কামনা করছি। আর কত দিন রোজা রাখবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন পর্যন্ত কেন্দ্রীয় শীর্ষ নেতারা মুক্তি না পাবেন তত দিন পর্যন্ত রোজা রাখবেন।

খবরে বলা হয়েছে, আবদুর রশিদকে যখন রোজা ভাঙ্গতে বলা হয়েছে তখনই তিনি হাও মাউ করে কেঁদে ফেলেন । এমনকি অভিমান করে পরপর কয়েক দিন অফিসে আসা বন্ধ করে দেন।

কাকতালীয়ভাবেই ঠিক গতরাতে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে মিশরের গনহত্যা দেখে তুর্কিস্তানের প্রধানমন্ত্রীকে কাঁদতে দেখেলাম। এটা দেখার পর অনেক্ষন কাঁদলাম। এক পর্যায়ে বউয়ের সাথে কথা বলছিলাম অনেক রাত পর্য্যন্ত, কেন আমি এত উদ্বিগ্ন। আমার বউ মাঝে মাঝেই আমাকে প্রশ্ন করতেন কেন আমি এত উদ্বিগ্ন, কেন আমি এত চিন্তা করি। হায় হায়, কি হচ্ছে সারা বিশ্বে, একি, কেন এমন হচ্ছে। মুসলমান হওয়াটাই কি অপরাধ। কারা করছে, কারা কলকাঠি নাড়ছে এসব মুসলিম নিধনের পেছনে।

এভাবে জলজ্যান্তভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক জান্তা হাজার হাজার মানুষ হত্যা করছে, অথচ কোথায় বিশ্ব বিবেক, কোথায় আজ মানবতা।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এতগুলু জঘন্য অন্যায় করে গেল, শেয়ার মার্কেট, পদ্মা সেতু , পিলখানা হত্যাকান্ড.. কয়টা বলবো, কত বলবো, একেকটি ঘটনাতেই গোটা দেশে মহাপ্রলয় ঘটে যেতে পারতো, অথচ বিদেশী প্রভুদের দালালী করে তাদের মহা অন্যায়গুলোর ব্যাপারে টু শব্দটি না করে ৪০ বছর আগের একটা সমাপ্ত একটি বিষয় নিয়ে পুরা দেশটাকে একটা দোজখখানা বানিয়েছে অথচ কারো টু শব্দটি নেই।

আবদুর রশিদ একজন খুবই সাধারণ মানুষ। গ্রামের একটি মসজিদের মুয়াজ্জিন, লেখাপড়াও হয়তো তেমন কিছু নাই, জ্ঞান গরিমা, বুদ্ধিও হয়তো তেমন একটা আমলে নেয়ার মত নয়। কিন্তু, সারা পৃথিবীতে আবদুর রশিদের মত মানুষ খুবই কম আছে।

বিষয়টা জামায়াত বা অজামায়াত নয়। জামায়াত নেতাদের মুক্তির দাবিতে সে জন্যও নয়। তবে আবদুর রশিদের এই ঈমানী শক্তিকে আমি শ্রদ্ধা জানাই। আমরা সবাই জানি আবদুর রশিদও জানে পৃথিবীর কোন শক্তি পরাশক্তির কাছে আবদুর রশিদের এই ফরিদের হয়তো এক পয়সারও মূল্য নাই। কিন্তু পৃথিবীতে যাদে ঈমান আছে তারা বিশ্বাস করবে যে, আবদুর রশিদদের এই ফরিয়াদ এক দিন না একদিন মহাবিশ্বের মহা কর্তার কাছে মহা মূল্যবান হয়ে থাকবে। হে আল্লাহ তুমি আবদুর রশিদদেরকে কবুল করো। আবদুর রশিদদের ফরিয়াদ কবুল করো।

(লিংকটি দেয়া হলো ঃ http://bd24live.com/3/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8/#.UhjrAbyE6Qc

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File