আওয়ামী সরকারের উপহার

লিখেছেন লিখেছেন নদীকন্যা ২২ এপ্রিল, ২০১৩, ০৪:০৭:৪৭ বিকাল

এই কিছু দিনে কত কিছু হয়ে গেল,কয়টার কথা আমরা মনে রেখেছি? মনে আছে ?

১। পিলখানায় সেনা অফিসারদের নির্মম হত্যার ঘটনা ?

২। লিমনের পঙ্গু হবার ইতিহাস?

৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ­ ছাত্র কাদেরের পায়ে চাপাতির কোপ ?

৪। শেয়ার বাজারের ধস। সর্বস্বান্ত হয়ে মানুষের আত্মহত্যা ?

৫। পদ্মার কাল্পনিক সেতু ?

৬। বনের রাজা ওসমান গনি ?

৭। ইলিয়াস আলী গুম ?

৮। রেলের টাকা কোথায় গেল ?

৯। সাগর-রুনির পরিবারের আর্তচিৎকার ?

১০। হলমার্ক গল্প ?

১১। ডেসটিনি মহাকাব্য ?

১২। রক্তাক্ত বিশ্বজিত ?

১৩। চেয়ারম্যান সালাউদ্দিন খুন ?

১৪। ২৮ ফেব্রুয়ারির গণহত্যা?

১৫। আলেম ওলামার উপর দমন-নিপীড়ন ?

১৬। শাহাবাগ নাটক ?

১৭। হাজার হাজার নিরপরাধ মানুষের কারাভোগ, রিমান্ড ?

১৮। হাজার হাজার আহত মানুষের মুখ ? কেউ পঙ্গু, কেউ অন্ধ, কেউ খোঁড়া ?

১৯। বিরোধী দলের অফিসে হামলা,ভাংচুর, গ্রেপ্তার ?

২০। মনে পরে ? বাসার ব্যলকনিতে দাঁড়িয়ে গুলি খাবার কথা ?

২১। মনে পরে, জামিনে মুক্ত হবার পর জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার ?

২২। মনে পরে, ১৪ দিনের রিমান্ড শেষে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর ?

২৩। মনে পরে, ধর্ষণে ছেঞ্চুরিয়ানকে পুরস্কার প্রদান ?

২৪। মনে পরে খুনি আসামীকে সাধারণ ক্ষমার কাহিনী ?

২৫। মনে পরে, কাটাতারে ঝুলন্তফেলানী ?

২৬। মনে পরে, সীমান্তে রক্তাক্ত লাশের স্তূপ ?

২৭। মনে কি পরে ............... ­...... ?

মনে কি পরে আরো অসংখ্য ঘটনার কথা ? সর্বশেষ, মাহমুদুর রহমানের কথা মনে পরে ? মনে পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবার কমান্ডো অভিজানের কথা? জানতে কি ইচ্ছা করে, তিনি কোথায় আছেন, কেমন আছেন ? ঘটনা ঘটার পর পর, অথবা বেশি হলে তারপরবর্তী ২দিন আমরা হাঁক-ডাক দেই। তারপরে সব আগের মতই। আমাদের গলায় আর জোর থাকে না। আসলে চারপাশে ১টার পর একটা ঘটনা এত দ্রুত ঘটে যাচ্ছে, সবগুলার সাথে আমরা তাল মিলাতে পারছি না। একটা অন্যায়ের প্রতিবাদ করতে না করতেই, আরেকটা অন্যায় মঞ্ছয়স্থ করা হয়, তারপর আরেকটা, তারপর আরেকটা এইভাবেই চলতে থাকে। প্রকৃতপক্ষে যখনই কোন ঘটনা ঘটে, তখনই আমরা একটা ইস্যু পেয়ে যাই, আর এই ঘটনার উপর ভিত্তি করে, ফেসবুকের পাতায় পাতায় মহা কাব্য লেখা শুরু করি। আমরা এতটুকুই পারি। আমরা কি পেরেছি কোন দাবি আদায়করতে ? না, পারিনি।

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File