সত্যের দ্বার উম্মোচিত হবেই একদিন.......

লিখেছেন লিখেছেন সাগর কন্যা ২৬ আগস্ট, ২০১৪, ০৮:৫৮:১১ সকাল

একদা এক রাজকর্মচারী,রাজ দরবারের স্বর্নালংকার চুরি করার চিন্তা করল।অনেকদিন যাবত চেষ্টা করার পর একদিন সুযোগ পেল। গেটে গিয়ে দেখল দারওয়ান গেট খোলা রেখে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে রাজকর্মচারী রাজমহলে ঢুকে পড়ল এবং অনেক স্বর্নালংকার একত্রিত করে ব্যাগ ভর্তি করল। কারন , সে তো জানে যে রাজা কোথায় কি রাখে। যখন ব্যাগ নিয়ে সম্মূক্ষপানে অগ্রসর হতে লাগল গেটে গিয়ে দেখল দারওয়ান গেট বন্ধ করে বাড়ি চলে গেছে।এখন কি আর করার,চিন্তা করল প্রাচীর টপকিয়ে বাহিরে বের হবে।প্রাচীরের উপর উঠে যখন লাফ দিল তখন চুরি করা ব্যাগটি পড়ল প্রাচীরের ভিতরের দিকে,আর কর্মচারী পড়ল প্রাচীরের বাহিরের দিকে।কি আর করার খালি হাতেই চলে গেল কর্মচারী।পরের দিন সকালে রাজা হাটতে বের হলো প্রাচীরের কাছে গিয়ে দেখল রাজমহলের সকল স্বর্ণমুদ্রা ব্যাগ ভর্তি পড়ে আছে । তুলে নিয়ে রাজদরবারে চলে গেল । আর রাজ্যের সব কর্মকর্তা কর্মচারীদের ডাকল। সবার কাছে জানতে চাইলে যে স্বর্ণালংকার ভর্তি ব্যাগ প্রাচীরের কাছে গেল কিভাবে ? আপনারা মতামত প্রদান করুন । যার মতামত আমার কাছে গ্রহনযোগ্য মনে হবে তাকে আমি পুরষ্ক্রিত করব । যে কর্মচারী চুরী করেছে সে চিন্তা করল আমার থেকে ভাল মতামত আর কেউ প্রদান করতে পারবে না । কারন আমি নিজেই তো চুরি করেছিলাম । এক এক করে সবাই তাদের মতামত ব্যক্ত করতে লাগল । এবার যিনি করেছিল তার পালা । সে বলতে শুরু করল যখন চোর চুরি করতে রাজমহলে প্রবেশ করল তখন গেট খোলা ছিল, আর যখন চুরি করে গেটে আসল তখন গেট বন্ধ ছিল, তাই চোর প্রাচীর টপকিয়ে যখন যেতে লাগল তখন স্বর্ণালংকার ভর্তি ব্যাগ পড়ল প্রাচীরের ভিতরের দিকে, আর আমি পড়লাম প্রাচীরের বাহিরের দিকে । এভাবে করেই আসল সত্য উম্মোচিত হল । অপেক্ষায় রইলাম ব্যাঙ্গের ছাতার মত ছড়িয়ে ছিটিয়ে থাকা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সকল অপকর্ম ও সরকারের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র একদিন জাতির সামনে উপরিউক্ত গল্পের মতই উম্মেচিত হবে, সেদিনের ।

বিষয়: বিবিধ

২০৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258337
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : রাজা মনে হয় মতামত প্রদান করার আগে তার সব কর্মকর্তা কর্মচারীদের এগুলো খাইয়েছিলেন


258343
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৪
কাহাফ লিখেছেন : আশায়-আশায় দিন যে গেলো...........। ধন্যবাদ আপনাকে।
258348
২৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০১
নাবিলা লিখেছেন : shikkhonio golpo.
valo laglo.
258355
২৬ আগস্ট ২০১৪ সকাল ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
258445
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৮
সাগর কন্যা লিখেছেন : খুব সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
258531
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File