সোনার তরীর এরশাদীয় ভার্সন
লিখেছেন লিখেছেন সাগর কন্যা ১১ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৩:০৬ রাত
.
গগনে গরজে মেঘ ঘন বরষা
রুমে একা বসে আছি,নাহি ভরষা।
বোমা মারা হল সারা
কত লোক গেল মারা।
ভালো নেই মন
মারিতে মারিতে বোমা
এল নির্বাচন।
.
একখানি ছোট রুম আমি একেলা
চারদিকে র্যাবদল করিছে খেলা।
দেখিলেই জেলে নিয়ে মারিবে তালা
গান গেয়ে ধীরে দীরে কে আসে পারে?
দেখে যেন মনে হয় চিনি উহারে।
সোজা হেটে চলে যায়
কোন দিকে নাহি চায়।
.
লাঙলের ভরে তার নুয়ে গেল কাঁধ
দেখে যেন মনে হয় হুম এরশাদ।
ওগো তুমি কোথা যাও কোন মহাজোটে?
বারেক ভিরাও তরী আমাদের ঘাটে।
যেও যেথা যেতে চাও -
যারে খুশি নিয়ে নাও
শুধু তুমি শুনে যাও আমাদের এই গান
নতুন জোটের কথা করিব বয়ান।
বিষয়: সাহিত্য
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন