কংগ্রেসের অনুমতি পেলে সিরিয়ায় হামলা

লিখেছেন লিখেছেন সাগর কন্যা ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৫:৪০ সকাল

সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানের জন্য কংগ্রেসের অনুমতি চাইলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান।

ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করবে, তবে এ বিষয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর।’

আগামী ৯ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে এ বিষয়ে যুক্তিখণ্ডণ ও ভোট হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

এর আগে গত ২১ আগস্ট আসাদ বাহিনীর ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের হামলায় এক হাজার ৪২৯ জন বেসামরিক নিহত হয় বলে মার্কিন ইন্টিলিজ্যান্স রির্পোটে বলা হয়। যদিও সিরীয় সরকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।

নিহতদের মধ্যে ৪২৬ জন শিশু রয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ওই ঘটনাকে ‘অকল্পনীয় ভয়ংকর’ ঘটনা বলে উল্লেখ করেন।

কেরির এই বক্তব্যের পর প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার হামলার বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র ‘সীমিত পরিসরে’ সিরিয়ার রাসায়নিক হামলার জবাব দেওয়া কথা বিবেচনা করছে।

তবে কেরির এমন বক্তব্যে ‘মিথ্যায় পরিপূর্ণ’ বলে উল্লেখ করেছে সিরিয়া সরকার। তারা এই হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সানা জোনায়, কেরি গোয়েন্দাদের যে তথ্য ব্যবহার করে এমন পুরোনো অভিযোগ করছেন তা এক সপ্তাহ আগেই সন্ত্রাসীরা জানিয়েছিল।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File