হরতালে পরীক্ষার সময়সীমা পেছালো

লিখেছেন লিখেছেন ভয়ংকর তুফান ০৮ এপ্রিল, ২০১৩, ০৪:৫০:২৫ বিকাল

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা হবে।

তিনি বলেন, “বিএনপির হরতালের কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।”

মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে ইংরেজি-১ (একাদশ), ডিপ্লোমা ইন কর্মাস ও এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন (দ্বাদশ) পরীক্ষা ছিল।

পুলিশের করা সাতটি মামলায় আদালত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ শীর্ষ আট নেতাকে কারাগারে পাঠালে মঙ্গল ও বুধবার এই হরতাল ডাকে দলটি।

আর হেফাজতে ইসলামীর ডাকে সোমবারও সারা দেশে হরতাল চলছে।

টানা তিন দিনের এই হরতালে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা থাকলেও বুধ ও সোমবার পরীক্ষা নেই।

বিএনপি-জামায়াতের হরতালের কারণে চলতি বছর পাঁচ দিন এসএসসি পরীক্ষা পেছাতে হয়। এর ফলে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File