কি এমন প্রয়োজন পরল যে থানার বাথরুমে ঢুকিয়ে গুলি করতে হল ?
লিখেছেন লিখেছেন লবঙ্গ ফুল ০৮ এপ্রিল, ২০১৩, ১১:০৪:০০ সকাল
আজ রাজনৈতিক ময়দানে যে সংঘাত ও সংঘর্ষ সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে ‘চলমান সঙ্কট’। এই চলমান সঙ্কটের সাথে সাথে জন জীবনে সৃষ্টি হয়েছে আরও একটি শব্দ ‘আতঙ্ক’। ১৭ মার্চ আমার দেশ পত্রিকার একটি হেডলাইন(আটক করে থানায় নিয়ে চোখ বেঁধে ব্যবসায়ী ও ছাত্রকে পুলিশের গুলি।) পরে আমার চক্ষু ছানাবড়া। ভিতরের সংবাদ পরে জানতে পারলাম দুজনেরই পা কেটে ফেলতে হয়েছে। রাজনৈতিক দামাদলে পিষ্ট হয়ে পঙ্গুত্ব বরন করতে হল দুই সাধারন যুবককে। পুলিশকে রাস্তায় নামিয়ে দিয়ে বলা হল গুলি কর। কথিত আত্মরক্ষার অধিকারের নামে বিরধি দলের করমসুচির উপরে যখন তখন গুলি চলছে। একটি মানুষের হাত পা চোখ বেঁধে গুলি করায় কত খানি বিরত্ব আছে? কাপুরষতা , হিনমন্নতা থেকেই সৃষ্টি হয়েছে এই গুলি করার আকাঙ্ক্ষা । তারা সম্পূর্ণ বিনা কারনে একটা মানুষকে হাত পা বেঁধে গুলি করছে। কি উদ্দেশ্য এই নির্যাতনের ? কেনই বা পুলিশ বাহিনি এই অমানবিক আচরন করছে। পুলিশ অফিসারের কাছে আমার প্রশ্ন- কি এমন প্রয়োজন পরল যে থানার বাথরুমে ঢুকিয়ে গুলি করতে হল ? একটি পদক? নেতা সমাজে কয়কটা হাততালি? কাদের ইন্ধনে চলছে এই গণ গ্রেফতার । সাধারণ মানুষকে গ্রেফতার করে তাদের উপর চলছে নিরজাতন। পুলিশ হেফাজতে রেখে এই নির্যাতনের শেষ কথায়। সরকার আবার সেই মার্চ এর কাল অধ্যায়ে ফিরে যাচ্ছে। সৃষ্টি করছে পৈসাসিকতার এক নতুন ইতিহাস।
বিষয়: রাজনীতি
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন