জান্নাতি পাখি
লিখেছেন লিখেছেন শুভ্রতা ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:১৩:২৫ রাত
হঠাত একদিন,
থমকে দাঁড়ায় পৃথিবী!
বন্ধ হয়ে গেল সব কোলাহল-কলরব
শুধু চলছিল হৃদপিন্ডের প্রকম্পন
সহস্র-সহস্র মানুষ মূহূর্তের জন্য
অসাড় পুতুলের মত দাঁড়িয়ে রইল!
তারপর,
একটি বিদগ্ধ আত্মা খুজতে লাগল
তার কাঙ্খিত ঠিকানা।
শান্তির খোজে বেড়িয়েছে সে
যে শান্তির বাণী সে শুনেছিল
মানবতার মুক্তির দূতের কাছ থেকে,
যে শান্তি সে পায় আযানের সূরে
সেই আকাঙ্খিত শান্তির খোজে !
হঠাত করে,
সবকিছু আবার চলতে শুরু করল
সে দেখল কিছু শান্তির পায়রা
যারা চলমান পৃথিবীর বেড়াজাল
ছিন্ন করে এগিয়ে চলছে সবুজ পতাকা নিয়ে।
তাদের ধীর গতিকে বেগবান করতে
যোগ হয় সেই জান্নাতি পাখি !
শান্তির পায়রা দের নিউরন আলোড়িত হয়
স্নায়ু-রজ্জু আন্দোলিত হয়ে
প্রতিটি রক্তকনিকা,শিরা-উপশিরায়
আন্দোলন ছড়িয়ে পড়ে মুক্তির।
তাওহিদের ঝান্ডা হাতে নিয়ে
ঝাপিয়ে পরে মাঠ-ঘাট,পথে-প্রান্তরে
মিথ্যার বেষ্টনী ভেঙ্গে দিয়ে
তাকওয়ার পিড়ামিড গড়ে
তাকবিরের সূরে মুখরিত করে
নতুন সূর্যোদয় তারা ঘটাবেই।
বিষয়: রাজনীতি
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন