বাংলাদেশে হাবল টেলিস্কোপ দিয়েও এমন একটা মিডিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না .......
লিখেছেন লিখেছেন সালাহুদ্দিনের ঘোড়া ০৮ মে, ২০১৩, ০৮:১২:২২ রাত
বাংলাদেশে হাবল টেলিস্কোপ দিয়েও এমন একটা মিডিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না যারা সত্যটাকে প্রকাশ করবে। ছোট খাটো যে দুয়েকটা পেপার বা অনলাইন মিডিয়া আছে তাদের গলার জোর এতই ক্ষীণ যে এটা বড়জোর কয়েক শত বা কয়েক হাজার মানুষের কাছে পৌছাতে পারবে বড়জোর! এদিকে দিগন্ত , ইসলামিক , আমারদেশ বন্ধ হয়ে যাবার পর দৈনিক হলুদ আলো , ৭৪ টি ভি, সময়, ইনডিপিনডেনট ( পরাধীন) , এটিএন নিউজ এমন কিছু গাজা খুরি সংবাদ দিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে হিটলারের প্রচার মন্ত্রি মৃত গোয়েবলস স্বয়ং পৃথিবীতে ফিরে এসে এসব চ্যানেলের প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব নিয়েছেন । হৃদয়ের সমস্তটুকু ঘৃণা একত্রিত করে এদের নির্লজ্জতার জন্য ধিক্কার দিলেও বোধয় কম হয়েছে যাবে!!
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন