তিনি বললেন "তারেককে নিয়ে আলোচনা আমার কাছে রুচিহীন: সুরঞ্জিত"

লিখেছেন লিখেছেন আস্লাম ২৭ মে, ২০১৩, ০৬:২০:৩৯ সন্ধ্যা

শুনেছি তিনি আগে কখনো মন্ত্রিত্বের স্বাদ পাননি, বরাবর হক কথা বলে বর্ষীয়ান নেতা হয়েছেন, সংবিধান বিশেষজ্ঞ, সারা পৃথিবী ছুটছে সামনে, উনি ৭২’এ ফেরার অগ্র সৈনিক, উনি শুধু বিরোধী দল নন দেশের সবচেয়ে ক্ষমতাধর নেত্রী’র ক্ষমতা বিশ্লেষণও করেন এমন ভাবে “বাঘে ধরলেও ছাড়ে কিন্তু হাছিনা ধরলে ছাড়ে না” অনেক চড়াই উৎরাইয়ের পর অবশেষে দেখা গেল উনি মন্ত্রী হলেন, রেল মন্ত্রনালয়ের দায়িত্বও পেলেন, দেশকে কালো বিড়ালের তত্ব কথা শোনালেন, ৭০ লক্ষ্য টাকার লিকুইট বিড়াল রাতের অন্ধকারে তার বাড়ির দিকে যেতে যেতে যখন পথ হারাল তখন থেকে বাবু মসাই বাংলাদেশের এক ইতিহাস। এই ইতিহাসের মধ্যেই বাবু মসাই হারানো রাজ্য ফিরে পেতে মরিয়া হয়ে উঠলেন, রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে কিছুটা সফলও হলেন, কিন্তু পেলেন না রেল মন্ত্রনালয়, এখন তিনি খামাখা উজির, এখন তিনি হেলিয়া দুলিয়া নানান রকমের অঙ্গ ভঙ্গিতে প্রতিদিন বাংলাদেশকে নতুন নতুন ছবক দেন, বাংলাদেশের মিডিয়া সেই খবর প্রচারও করেন। বাবু মসাই, দেশটার এত বেশী অধঃপতন হয়নি যে আপনার ছবক শুনে সবাই মনে করবে আমরা সবাই হিরক রাজার দেশে বসবাস করছি।

Click this link

বিষয়: বিবিধ

১৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File