) ) ) তোর মাকে বাঁচাতে চাইলে তোর আইডির পাসওয়ার্ড দে!!!!! ) ) )
লিখেছেন লিখেছেন বেকার সব ০৪ মার্চ, ২০১৪, ০৮:২০:৪৪ রাত
পুরাতন বাংলা সিনেমার কিছু ডায়ালগের ফেসবুক ভার্সনঃ
=> ওমর সানিঃ মাআআ.. তোমাকে কে Poke দিয়েছে মা?
=> বাপ্পারাজ: চৌধুরি সাহেব, আমরা লুতুপুতু ফেসবুকার হতে পারি কিন্তু "add me" কমেন্ট করি না !
=>নায়কের মাঃ ঐ কান- কাটা রমজান তোর বাবার ফেসবুক আইডি হ্যাক করেছে, তুই এর প্রতিশোধ নে বাবা..
=> নায়কের উক্তি নায়িকার উদ্যেশ্যেঃ এই শোন, তোমাকে একটা রিকু দিয়েছি, একছেপ্ট কইরো ।
=> বাপ্পারাজের উক্তি ভিলেন এর উদ্যেশ্যেঃ তুই আমার নিরীহ মা বোনকে মেসেজ দিয়েছিস । আমি আজ তোকে ব্লক করেই ফেলব ।
=>ওমর সানি সেলিব্রিটি হয়ে গেছে । তার মায়ের উক্তিঃ আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে নিশ্চয় একটা ল্যাপটপ কিনে দিতো !
=> অনন্ত জলিলঃ নিস্বার্থ লাইক কমেন্ট, হোয়াট ইজ ফেসবুক !!
=> নায়েকাঃ ওওই ছেড়ে দে শয়তান আই ডি পাবি কিন্তু, পাসওয়ার্ড পাবিনা!
=>এটিএম শামসুজ্জামানঃ ওওই , তোর মায়ের আইডি বাঁচাতে চাইলে এখনি তোর আইডির পাসওয়ার্ড আর ইমেইল নাম্বার দিয়া দে .
=>নায়কের মাঃ না... বাবা না.. আমার জীবন থাকতে তুই আইডির পাসওয়ার্ড আর ইমেইল নাম্বার দিবি না
=> দিলদার পুলিশের কাছে জাবেঃ ওসি সাহেব কান- কাটা রমজান নায়কের পাসওয়ার্ড আর ইমেইল নাম্বারের জন্য তার মাকে বাগান বাড়িতে তুলে নিয়ে গেছে
=> পুলিশঃ মাক জুকারবার্গ তারাতারি গাড়ি নিয়ে বের হও এখোনি নায়কের পাসওয়ার্ড আর ইমেইল নাম্বার বাচাতে হবে!! টিও টিও টিও টিও টিও
=>কান- কাটা রমজানঃ ওই তর বাবা আমার ফ্রেন্ড রিকু একছেপ্ট করে নাই। সেই জন্য তর বাবার ফেসবুক আইডি হ্যাক করছি এবার তর আর তর মার আইডি হ্যাক করাম
=>পুলিশঃ ওওই.. কান- কাটা রমজান জীবনে অনেক মানুষের ফেসবুক আইডি হ্যাক করেছিস এবার জেলে বসে নিজের আইডি হ্যাক কর!
--------------------------------সমাপ্ত-------------------------------------
(জোকস : জোকস:জোকস)
বিষয়: বিবিধ
১৭৩৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন