আবিষ্কার ও আবিষ্কারক এবং সাল ও দেশ। আসা করি বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে

লিখেছেন লিখেছেন বেকার সব ২৯ জানুয়ারি, ২০১৪, ১০:৫২:০৫ রাত



১. কাচ--------- আগসবার্গ------১০৮০-----জার্মানি

২. প্রিন্টিং প্রেস------গুটেনবার্গ-------১৪৫০-----জার্মানি

৩. সৌরজগৎ------কপার্নিকাস-------১৫৪০-----পোল্যান্ড

৪. বিদ্যুৎ----------উইলিয়াম গিলবার্ট---১৫৭০----ব্রিটেন

৫. অণুবীক্ষণ যন্ত্র------জেড ভ্যানসেন----১৫৯০-----নেদারল্যান্ড


৬. থার্মো মিটার-------গ্যালিলিও গ্যালিলি---১৫৯৩---ইতালি

৭. টেলিস্কোপ---------হ্যান্স লিপারসি------১৬০৮---নেদারল্যান্ড

৮. ব্যারোমিটার-----ইভারজেলিস্টটরিসিলি----১৬৮৩---ইতালি

৯. বায়ুনিষ্কাশন যন্ত্র----অটোভ্যান গেরিক-----১৬৫০----জার্মানি

১০. ঘড়ি(দোলক)------সি হাইজেনস-------১৬৫৭----ডাচ

১১. ক্যালকুলেটর---গটফ্রাইড উইলহেম লিবনিজ---১৬৭১--ব্রিটেন


১২. ম্যালেরিয়া---------লিউয়েন হুক-------১৬৭৬---ডাচ

১৩. গতির সুত্র -------আইজ্যাক নিউটন-----১৬৮৭---ব্রিটেন

১৪. পিয়ানো-----------ক্রিস্টোফরি-------১৭০৯---ইতালি

১৫. মেশিনগান----------জেমসপাকল------১৭১৮---ব্রিটেন

১৬. ঘড়ি--------লিং এবং লায়ং সিং------- ১৭২৮—চীন

১৭. তাঁত যন্ত্র -----------ভানকে--------১৭৩৩----ব্রিটেন

১৮. ক্রনোমিটার --------জন হ্যারিসন-----১৭৩৫----ব্রিটেন

১৯. স্টিম ইঞ্জিন--------জেমস ওয়াট--------১৭৬৫---ব্রিটেন


২০. হাইড্রোজেন-------হেনরি ক্যাভেন্ডিস------১৭৬৬---ব্রিটেন

২১. গাড়ি(বাষ্পীয়)----নিকোলাস ক্যানট------১৭৬৯----ফ্রান্স

২২. বাষ্পীয় ইঞ্জিন ------জেমস ওয়াট--------১৭৬৯----স্কটল্যান্ড

২৩. অক্সিজেন--------জে বি প্রিস্টলি--------১৭৭৪----ব্রিটেন

২৪. জাহাজ(বাষ্পীয়)-----জে সি পেরিয়ার------১৭৭৫----ফ্রান্স

২৫. ডুবোজাহাজ--------ডেভিস বুশনেল-------১৭৭৬---যুক্তরাষ্ট্র

২৬. চশমা---------বেঞ্জামিন ফ্রাঙ্কলিন--------১৭৮০---যুক্তরাষ্ট্র

২৭. বেলুন--------ভ্যাকুইস এবং জোসেফ-------১৭৮৩--
-ফ্রান্স

২৮. বসন্তের টিকা----এডওয়ার্ড জেনার--------১৭৯৬---ব্রিটেন

২৯. লেজার--------টি এইচ মাইম্যান------< >---- যুক্তরাষ্ট্র

৩০. রকেট----------ডব্লিউ কংগ্রিড---------১৮০০----ব্রিটেন

৩১. ব্যাটারি---------আলেসানড্রো ভোল্টা------১৮০০---ইতালি

৩২. সাবমেরিন---------রবার্ট ফুলটন--------১৮০৫----যুক্তরাষ্ট্র

৩৩. হোমিওপ্যাথি------স্যামুয়েল হ্যানিম্যান------১৮১০-----জার্মানি


৩৪. টাইপ রাইটার-------পেলেগ্রিন ট্যারি-------১৮১৭---যুক্তরাষ্ট্র

৩৫. স্টেথোস্কোপ-------আর ট এইচ লায়েনেক----১৮১৯---ফ্রান্স

৩৬. রবার--------চালর্স্ ম্যকিনটোস-------১৮২৩---ব্রিটেন

৩৭. সিমেন্ট--------- জোসেফ আসপভিন-----১৮২৪---ব্রিটেন

৩৮. রেলইঞ্জিন--------জর্জ্ স্টিভেনসন-------১৮২৫---ব্রিটেন

৩৯. দেয়াশলাই---------জন ওয়াকার-------১৮২৬---ব্রিটেন

৪০. বরফ তৈরির যন্ত্র -----জ্যাকোব পারমকিন্স---১৮৩০---যুক্তরাষ্ট্র

৪১. ডায়নামো-----------মাইকেল ফ্যারাডে----১৮৩১----ব্রিটেন

৪২. টেলিগ্রাফ----------এফ বি মোর্স-------১৮৩২----যুক্তরাষ্ট্র

৪৩. গ্যালভানোমিটার ----অ্যান্ডার মেরি অ্যম্পিয়ার---১৮৩৪---ফ্রান্স

৪৪. ফটোগ্রাফি (কাগজ) ---ডব্লিউ এইচ ফক্স ট্যালবট---১৮৩৫---ব্রিটেন

৪৫. রিভলবার --------স্যামুয়েল কোল্ট--------১৮৩৫---যুক্তরাষ্ট্র

৪৬. বাইসাইকেল----------ম্যাকমিলন--------১৮৪০---স্কটিশ

৪৭. সেফটিপিন---------ওয়ালটার হান্ট-------১৮৪৯---যুক্তরাষ্ট্র

৪৮. রেফ্রিজারেটর-------জেমস হ্যারিসন------১৮৫০---যুক্তরাষ্ট্র

৪৯. যান্ত্রিক লিফট--------এলিসা জি আটিস------১৮৫২---যুক্তরাষ্ট্র

৫০. বার্নার------------রবার্ট বুনসেন-------১৮৫৫----জামার্নি

আবিষ্কার ও আবিষ্কারক এবং সাল ও দেশ

৫১. জলাতঙ্ক রোগের প্রতিষেধক ---লুই পাস্তর-----১৮৬০---ফ্রান্স

৫২. ডিনামাইট--------আলফ্রেড নোবেল------১৮৬২---সুইডেন

৫৩. মেশিন গান------আর জে গ্যন্টলিং------১৮৬২---যুক্তরাষ্ট্র

৫৪. ড্রাইসেল(ব্যাটারি)----জর্জেস লেকল্যান্স-----১৮৬৪---ফ্রান্স

৫৫. বংশ গতির সুএ-----গ্রেগর মেন্ডেল-----১৮৬৫----অস্ট্রিয়া

৫৬. পেট্রোল ইঞ্জিন -----নিকোলাস অটো-----১৮৭৬---জামার্নি

৫৭. টেলিফোন-----আলেকজান্ডার গ্রাহামবেল----১৮৭৬---যুক্তরাষ্ট্র


৫৮. মাইক্রোফোন----আলেকজান্ডার গ্রাহামবেল----১৮৭৬---যুক্তরাষ্ট্র

৫৯. যক্ষ্মার জীবাণু --------রবার্ট কক-------১৮৭৭---জার্মানি

৬০. ফনোগ্রাফ-------টমাস আলভা এডিসন----১৮৭৭---যুক্তরাষ্ট্র

৬১. বৈদ্যুতিক বাতি ----টমাস আলভা এডিসন----১৮৭৮---যুক্তরাষ্ট্র

৬২. বৈদ্যুতিক পাখা------এস এস হুইলার------১৮৮২---যুক্তরাষ্ট্র

৬৩. ফটোফিল্ম --------জর্জ্ ইষ্টম্যান--------১৮৮৪---যুক্তরাষ্ট্র

৬৪. মোটর সাইকেল------জি ডেমলার-------১৮৮৫---জার্মানি

৬৫. ক্যামেরা---------জর্জ্ ইষ্টম্যান---------১৮৮৮---যুক্তরাষ্ট্র

৬৬. বাইসাইকেল (মোটর)--করেন জন বয়েড ডানলপ--১৮৮৮-ব্রিটেন

৬৭. টায়ার------------জে বি ডানলপ-------১৮৮৮----স্কটল্যান্ড

৬৮. বল পয়েন্ট---------জন জেলাউড-------১৮৮৮---যুক্তরাষ্ট্র

৬৯. চলচ্চিএ যন্ত্র------টমাস আলভা এডিসন----১৮৯৩---যুক্তরাষ্ট্র


৭০. টেপ রেকর্ডার---------ডলমেয়ার-------১৮৯৩---যুক্তরাষ্ট্র

৭১. চেইন----------ডব্লিউ এস ড্যাকজন------১৮৯৩----যুক্তরাষ্ট্র

৭২. রেডিও------------জে মার্কনি---------১৮৯৪----ইতালি

৭৩. ডিজেল ইঞ্জিন-------রুডলফ ডিজেল-------১৮৯৫---জার্মানি

৭৪. এক্সরে---------ডব্লিউ কে রন্টজে--------১৮৯৫---জার্মানি

৭৫. ইলেকট্রন-----স্যার জোসেফ জন থমসন-----১৮৯৭---ইংল্যান্ড

৭৬. লাউড স্পিকার------হোবেস র্সট---------১৯০০---ব্রিটেন

৭৭. এরোপ্লেন----অরভিল রাইট এবং উইলভার রাইট---১৯০৩---যুক্তরাষ্ট্র


৭৮. ট্রাক্টর------------বেঞ্জামিন হল্ট----------১৯০৪----যুক্তরাষ্ট্র

৭৯. ওয়াশিং মেশিন----হারলি মেশিন কোম্পানি-------১৯০৭---যুক্তরাষ্ট্র

৮০. এয়ার কন্ডিশনার----ডব্লিউ এইচ ক্যারিয়ার------১৯১১---যুক্তরাষ্ট্র

৮১. ডিপথেরিয়ার জীবাণু------সিজচিক-----------১৯১৩---যুক্তরাষ্ট্র

৮২. ট্যান্ক---------ই ডি সুইন্টন-------------১৯১৪----ব্রিটেন

৮৩. চলচ্চিত--------জে এঙ্গেল জে মিউসল-------১৯২২---জার্মানি

৮৪. রাডার----এ এইচ টেলর এবং লিও সি ইয়ং----১৯২২---যুক্তরাষ্ট্র


৮৫. টেলিভিশন---------জন লগি বের্য়াড-------১৯২৫---স্কটল্যান্ড

৮৬. পেনিসিলিন------আলেকজান্ডার ফ্লেমিং-------১৯২৮---ব্রিটেন

৮৭. জেট ইঞ্জিন-------স্যার ফ্রাম্ক হুইটল-------১৯৩৭---ব্রিটেন

৮৮. নাইলন---ড.ওয়ালাস এবং এইচ ক্যারোথারস---১৯৩৭---যুক্তরাষ্ট

৮৯. ম্যালেরিয়া জীবাণু-------রোনাল্ড রস-----১৯৩৭/৩৮--ব্রিটেন

৯০. ফটোকপিয়ার---------সি এফ কার্লসন----১৯৩৮----যুক্তরাষ্ট্র

৯১. হেলিকপ্টার---------ইগার সিকরস্কি------১৯৩৯----যুক্তরাষ্ট্র

৯২. বিবর্তনের সূএ--------চালর্স ডারউইন-----১৮৫৯---ব্রিটেন

৯৩. কলেরার জীবানু------রবার্ট কচ---------১৯৪০---জার্মানি

৯৪. কম্পিউটার-------হাওয়ার্ড অ্যাইকেন------<>-----যুক্তরাষ্ট্র

৯৫. পারমাণবিক বোমা---রবার্ট ওপেনহাইমার----১৯৪৫----যুক্তরাষ্ট্র

৯৬. টেলিফোন(সেলুলার)---বেল ল্যাবস-------১৯৪৭----যুক্তরাষ্ট্র

৯৭. রঙিন টেলিভিশন-----পি সি গোল্ডমার্ক-----১৯৫০---যুক্তরাষ্ট্র

৯৮. পোলিও টিকা-------জোনাস সক--------১৯৫৪---যুক্তরাষ্ট্র

৯৯. সিডি-------------আরসিএ----------১৯৭২---যুক্তরাষ্ট্র

১০০. ক্যান্সারের প্রতিষেধক---ডা.ফুডা ফোকম্যান---১৯৯৮--যুক্তরাষ্ট্র


আবিষ্কার ও আবিষ্কারক

১০১. ব্যাক্টেরিয়া-------লিউয়েন হুক

১০২. বসন্ত টিকা-------এডওয়ার্ড জেনার

১০৩. কৃএিম জিন-----হরগোবিন্দ খোরানা

১০৪. ডিপথেরিয়া প্রতিষেধক----ভন ভেহরিং

১০৫. রক্ত সঞ্চালন-----উইলিয়াম হার্ভে

১০৬. টাইফয়েড জীবাণু----ফিনলে


১০৭. কালাজ্বর-------ইউ এন ব্রহ্মচারী

১০৮. ভিটামিন(সি)-----ফ্লোলিচ

১০৯. স্ট্রেপটোমাইসিন-----ওয়াকম্যান

১১০. ক্লোরোর্ফম-------সিস্পসন ও হ্যারিসন

১১১. ভাইরাস------দিমিএি ইভানোভস্কি

১১২. হামের টিকা------এনভারস এবং জন পিবলস


১১৩. বিসিজি টিকা-----ক্যালসাট ও গুয়েচিন

১১৪. এন্টিসেপ্ট চিকিৎসা----লিস্টার লর্ড বেন্টিং

১১৫. ম্যারেরিয়া জীবাণু------ল্যাভেরন

১১৬. প্লেগ জীবাণু-----কিতামোট এবং ইয়োরসিন

১১৭. গোঁদ জীবাণু-------ম্যানসন

১১৮. কুইনাইন------------রেভি

১১৯. পীত জ্বর-----------রিড


১২০. ভিটামিন(এ,বি,ডি)-----মেকুলাস

১২১. সংক্রামক জ্বরের টিকা----নিকলাই

১২২. পচন নিবারক সংযোজন-----লিসার

১২৩. হৃৎপিণ্ড সংযোজন------ক্রিশ্চিয়ান বার্নার্ড

১২৪. প্রোটন--------আর্নেস্ট রাদার ফোর্ড

বিষয়: বিবিধ

৩১৭১ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169918
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : ++++++++++ মন্তব্য পরে আগে বলুন কই হারিয়ে গেছিলেন++++++++++++
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
123632
বেকার সব লিখেছেন : আসসালামু আলাইকুম আওণ রাহ'বার কেমন আছেন, রাজনীতিক কারনে গ্রামে ছিলাম এক মাস। এখন ঢাকা আছি ব্যস্ততার কারনে পি সি নিয়ে বসা হয়না।
169920
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:০০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : প্রিয়তে রাখলাম- ধন্যবাদ-
চুক চুক
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৫
123633
বেকার সব লিখেছেন : প্রিয়তে রাখর জন্য ধন্যবাদ এনামুল মামুন
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৩
123637
বেকার সব লিখেছেন : প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ এনামুল মামুন
169928
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১২
প্রিন্সিপাল লিখেছেন : প্রথমে এত সুন্দর বিষয় উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাই।

৭২. রেডিও --জে মার্কনি-১৮৯৪-ইতালি

তবে আসল আবিষ্কারক কিন্তু তিনি না।
তিনি হলেন: আমাদের দেশের একজন বিজ্ঞানী যিনি সর্ব প্রথম আবিস্কার করেন, গাছেরও জীবন আছে, তাদেরও সুখ দুঃখ আছে, তিনিই।

আসলে: তার দেশেই বসে, আমাদের বিজ্ঞানী আবিস্কার করেন, পরে তিনি স্বীয় নামে প্রচার করেন।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
125393
বেকার সব লিখেছেন : আমি সব গুলো তথ্য বিভিন্ন সাধারণ জ্ঞান বই থেকে সংগর্হ করেছি।
রেডিও আমাদের দেশের বিজ্ঞানী আবিস্কার করেছে এ রকম আপনার কাছে কোনো রেফারেন্স থাকলে আমাকে দিয়ে সাহায্য করতে পারেন।
169954
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ওহহো অনেক কিছু জানলাম।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
125394
বেকার সব লিখেছেন : জানা থাকলে কাজে লাগবে---- ভাল থাকবেন প্যারিস থেকে আমি
169995
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:০৭
অজানা পথিক লিখেছেন : বেশ! প্রিয়তে রাখার মতোই। রাখলাম
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
125395
বেকার সব লিখেছেন : প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ---অজানা পথিক ভাই
170053
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৪
ভিশু লিখেছেন : দারুণ পোস্ট!
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
125397
বেকার সব লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই--দোয়া করি সব সময় ভাল থাকোন
170081
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গোড়াতেই তো ভাই গলদ আছে। কাঁচ কে আবিস্কার করেছেন বলা যায়না কারন ৩০০০ বছরের পুরান কাঁচের জিনিস পাওয়া গেছে। একই ভাবে সেীরজগতও কোপার্নিকাস এর আবিস্কার নয়। রকেট এর আবিস্কারক ও উইলিয়াম কনগ্রিভ নন। তিনি মুলত টিপু সুলতান এর ব্যবহত রকেট এর টেকনলজি ইউরোপে নিয়ে গিয়ে নিজের নামে পেটেন্ট নেন। এই বিষয়গুলি একটু ভাল করে দেখে তারপর পোষ্টটা দেয়া উচিত ছিল। সে ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে লাগত।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
125401
প্রিন্সিপাল লিখেছেন : ভাই রিদওয়ান কবির সবুজ!
আপনার নিকট থেকে সুন্দর তথ্য পাওয়া গেল।
আপনাকে অনেক ধন্যবাদ।
আর পোষ্টকারীর নিকট থেকেও সুন্দর একটি তথ্যবহুল পোষ্ট পাওয়ায় তাকেও শুকরিয়া জানাই। তবে কিছু ভুল থাকতে পারে, তাই বলে তার লেখাটি পোষ্টটি যে, চমৎকার না তা বলা যাবে না।
মানুষ ভুলের উর্ধে নয়। তবে তিনি যে কষ্ট করেছেন, তাতে সন্দেহ নেই।
তাই তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৫
125415
বেকার সব লিখেছেন : আমি সব গুলো তথ্য বিভিন্ন সাধারণ জ্ঞান বই থেকে সংগর্হ করেছি। আমি আপনি মুখে বললে কাজ হবে না, প্রমান লাগবে। শক্তি ও জোর যার দখল তার, মধ্যযোগে এরকম একজনের আবিস্কার অন্য জনের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এমন কি অনেক মুসলিম বিজ্ঞানীদের আবিস্কার ও টেকনলজি ইউরোপের দখলে চলে গেছে কারন তখন ছিল ব্রিটিশ শাসন আমল।

কাঁচ,সেীরজগত এবং রকেট কে আবিস্কার করেছে এর কোনো রেফারেন্স থাকলে আমাকে দিতে পারেন পোস্ট এডিট করে দিব
170136
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্ট Thumbs Up Rose Rose Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
125417
বেকার সব লিখেছেন : ধন্যবাদ ফাতিমা মারিয়াম Rose Rose Rose জন্য
170192
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
দ্য স্লেভ লিখেছেন : anek jana holo. tobe besh kisu important jinish muslimder abiskar silo ja pashchatto grash kore felese....
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
125416
বেকার সব লিখেছেন : আপনার সাথে একমত
অনেক মুসলিম বিজ্ঞানীদের আবিস্কার ও টেকনলজি ইউরোপের দখলে চলে গেছে।
১০
170203
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২১
আবু আশফাক লিখেছেন : Rose Rose Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
125419
বেকার সব লিখেছেন : আবু আশফাক ভাই কেমন আছেন, আশা করি ভাল আছেন
১১
170230
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
125421
বেকার সব লিখেছেন : আসসালামু আলাইকুম আব্দুল গাফফার ভাই কেমন আছেন
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৩
125485
আব্দুল গাফফার লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম , আল্লাহামদুলিল্লা আপনি কেমন আছেন ? আমার ব্লগে চায়ের দাওয়াত রইল ,চায়ের পানি গরম হচ্ছে Good Luck Good Luck Love Struck Love Struck
১২
170819
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
125422
বেকার সব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ লোকমান ভাই
১৩
170979
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
আহমদ মুসা লিখেছেন : খুব ভাল এবং উপকারী পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
125423
বেকার সব লিখেছেন : আপনাদের কাজে লাগলেই আমার পোস্ট দেওয়া সার্থক হবে।

ধন্যবাদ আহমদ মুসা ভাই কষ্ট করে আমার পোস্টে আসার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File