প্রবাসী বাবার সাথে পিচ্চি মেয়ের ফোনে কথোপকথন
লিখেছেন লিখেছেন বেকার সব ১৫ নভেম্বর, ২০১৩, ০৯:৪৪:৫৩ রাত
বাবা: আম্মু কেমন আছ তুমি?
মেয়ে: হে ভাল।বাবা তুমি কেমন আছ?
বাবা: হে ভাল। তোমার আম্মু কেমন আছে?
মেয়ে: হে ভাল।
বাবা: তোমার দাদা-দাদু কেমন আছে?
মেয়ে: হে ভাল।
বাবা: তোমার ভাইয়া কেমন আছে?
মেয়ে: ভাইয়া ভাল না।
বাবা: কেন! কি হয়েছে?
মেয়ে: ভাইয়া আমাকে মারে, আমাকে আম্মুর কুলে বসতে দেয়না, আমার সাথে সারাদিন মারামারি করে। বাবা তুমি ভাইয়া কে আচ্ছা করে মেরে দিবে,ভাইয়া যেন আমার সাথে আর মারামারি না করে।
(ভাইয়ারা কি বুঝলেন, ভাল হয়ে যান না হলে বাবার মার খেতে হবে কিন্তু)
বিষয়: বিবিধ
২৬৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন