রাহ্মণবাড়িয়া জেলায় কসবা উপজেলা আবার হয়ে গেল টর্নেডো বুধবার সকালে বেলা ১০-১১ মধ্যে বিধ্বংসী এক টর্নেডোর আঘাতে অন্তত নিহত ৬ জন ও ৫০০ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

লিখেছেন লিখেছেন বেকার সব ০৮ মে, ২০১৩, ০৪:১০:১৫ বিকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা উপজেলা আবার হয়ে গেল টর্নেডো বুধবার সকালে বেলা ১০-১১ মধ্যে বিধ্বংসী এক টর্নেডোর আঘাতে অন্তত নিহত ৬ জন ও ৫০০ শতাধিক ব্যক্তি আহত হয়েছে



বুধবার সকাল বেলা ১০-১১ মধ্যে বিধ্বংসী এক টর্নেডোর আঘাতে অন্তত নিহত ৬ জন ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। কসবা উপজেলা নেয়ামতপুর ও এর আসেপাশে গ্রামে এই টর্নেডো আঘাত হানে

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নেয়ামতপুর গ্রামে, প্রায় ৭০০ ঘর বাড়ি ক্ষতি হয়েছে নিহতদের মধ্যে অনেকেই মারা গেছেন ঘরবাড়ি চাপা পড়ে।"টর্নেডোতে বহু জায়গাতেই রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়েছে

সকালের দিকে বিধ্বংসী এই টর্নেডোর আঘাতে রাস্তায় বহু গাড়িও উল্টে যায় এবং অনেক বাড়িঘর – বিশেষ করে যেগুলো পাকা বাড়ি নয় – সেগুলো ভেঙে পড়ে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনো বিস্তারিত জানা যায়নি। তবে প্রচুর কাঁচা বাড়িঘর যেমন ভেঙে পড়েছে, তেমনি কৃষির ও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে পাকা ধানের অনেক ক্ষতি হয়েছে।

টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক



বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File