মেয়েদের কিছু কথা ; যা ছেলেদের জেনে রাখা ভালো
লিখেছেন লিখেছেন বেকার সব ২৩ এপ্রিল, ২০১৩, ১০:৩৩:০৫ রাত
মেয়েদের কিছু কথা ; যা ছেলেদের জেনে রাখা ভালো :
১.মেয়েরা অবশ্যই আবেগ প্রবণ .. ( ৯৯% মেয়ে)
২.যখন কোনো মেয়ে বলবে তার মন খারাপ - কিন্তু সে কাদছে না, তখন তাকে বোঝার চেস্টা করুন , সময় দিন.. কিন্তু প্রায় প্রায় এ এহেন কথা-বার্তা বললে ন্যাকামি বা extra care পেতে চায়- বুঝে নিন.
৩.যদি আপনার কোনো ভুল এর কারণে মেয়েটি আপনাকে এড়িয়ে চলে বুঝেন, তবে মেয়েটিকে কখনই জোর পূর্বক কিছু বলতে বা করতে যাবেন না; বরং মেয়েটিকে অল্প কিছুদিন তার মতন থাকতে দিন, সময় দিন !আর এতে সময় এই জন্য দিবেন যেন আপনার ক্ষমা চাওয়াটা তার
ভেতর পর্যন্ত পৌঁছায়!
5. একটি মেয়ে মন থেকে যদি কাওকে ভালবাসে
তাহলে কখনই তাকে ভুলতে পারে না এবং hate করতে পারে না! ( যদি পরবর্তী তে সম্পর্ক নাও থাকে তাও এই বাণী সত্য )
6.একটা মেয়ে জীবনে যত কিছুই করে না কেন,তার মানুষিক চিন্তা - চেতনায় শুধু একজন ই থাকে ,যাকে সে ভালবাসে !
7.এক টা মেয়ে সব কিছু ভুলে যেতে পারে শুধু তার ভালবাসার মানুষের একটু হাসির জন্য ,শুধু একটু খানি চোখে চোখ রেখে তার চোখের ভাষা বুঝার চেস্টা করুন ..!
8.মেয়েরা সবসময় তার প্রিয় মানুষের কাছ থেকে নিজের প্রশংসা শুনতে চায়..কিন্তু তাদের প্রতিক্রিয়া সবসময় এক রকম নাও হতে পারে!
9.যখন একটা ছেলে একটা মেয়ের সাথে নিয়মিত FLIRT করে তখন ,কম হোক আর বেশি হোক মেয়েটা ছেলেটাকে নিয়ে ভাবা শুরু করে !!!!
10.মেয়েরা নিজেদের অনুভূতি , গান, কবিতা এক কথায় প্রিয় শখ -সব কিছুই ভালবাসার মানুষের সাথে share করতে বেশি পছন্দ করে, এইসব থেকেই আপনি সহজেই তাকে বুঝে নিতে পারেন ..!
11.কিছু মেয়ে হয়ত বাইরের সৌন্দর্য দেখে, মেধা status অতিরিক্ত প্রাধান্য দেয়.., কিন্তু সেইসব মেয়েই বেশি
যারা চায় এমন একজন জীবন সঙ্গী যে তাকে সব- সময় ভালো বাসবে এবং সুখী রাখবে .
(কপি করা)
বিষয়: বিবিধ
৬৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন