আজ বছরের শেষ দিন।।
লিখেছেন লিখেছেন সামছুল ৩১ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৩:০৯ দুপুর
কালের আবর্তে হারিয়ে যাবে ২০১৬। অনেক স্মৃতি নিয়ে চলে যাচ্ছে বছরটি। মালয়েশিয়াতে কর্মব্যস্ততা আর জীবনের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কখন যে বছরটি চলে গেল তা বুঝে উঠতে পারছি না। বছরটির শেষ মাসের সাথে আমার অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে।২০১৬ সালকে ভুলবো না। এই সাল আমাকে অনেক কিছু দিয়েছে। আবার কষ্ট দিয়েছেও অনেক। তাই ভোলা যাবে না।নতুন বছর ২০১৭ সবার জন্য বয়ে আনুক নতুন কর্মস্পৃহা, উদ্দীপনা ও গতিশীল জীবন— এই প্রত্যাশা আজকের দিনে।
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন