রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়া।

লিখেছেন লিখেছেন সামছুল ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৫:০০:০১ বিকাল

রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়া। তারা মিয়ানমারের এসব মুসলিমের ওপর চালানো নির্যাতনকে ‘এথনিক ক্লিনজিং’ বা জাতি নির্মূল করে দেয়া হিসেবে আখ্যায়িত করেছে। এর প্রতিবাদে মালয়েশিয়ায় আগামী কাল রোববার সংহতি র‌্যালি হওয়ার কথা রয়েছে। তাতে উপস্থিত থাকার কথা দেশটির মজলুম প্রধানমন্ত্রী নাজিব রাজাক।যার দয়াই প্রায় ৪-৫ লক্ষ অবৈধ বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়াতে বসবাস করছে।এ ছাড়া একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের অন্যতম আয়োজক মিয়ানমার। এ কারণে মালয়েশিয়া সেই টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ওদিকে রোহিঙ্গা ইস্যুতে গত সপ্তাহে মিয়ানমারে রাষ্ট্রদূতকে তলব করে মালয়েশিয়া।

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380389
০৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:০০
হতভাগা লিখেছেন : খুব একটা কাজ হবে কি ?
০৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
314811
সামছুল লিখেছেন : ইমানী দ্বাইত্ব থেকে এই আয়জন।কাজ হবে কি না পরে দেখা যাবে।ধন্যবাদ ভাই।
380390
০৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:১১
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : ধন্যবাদ মালয়েশিকাকে। আরো কঠোর পদক্ষেপ নিতে হবে গ
০৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
314812
সামছুল লিখেছেন : জি,ভাইয়া আমাদেরকে ও এগিয়ে আসতে হবে।
380400
০৩ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:৩৩
তবুওআশাবা্দী লিখেছেন : যদিও কম হয় হোক, খুবই নরম ভাষায় যদি হয় তাও হোক- তবুও কেউ কেউ প্রতিবাদ করুক মুসলিমদের পক্ষে | মুসলিমরা প্রতিবাদ করুক | আমরা ঘরের পাশে থেকেও যা করতে পারছিনা সেটা অন্যেরা করছে |এ লজ্জা লুকোনোর আর জায়গা পাওয়া যাচ্ছে না |
০৪ ডিসেম্বর ২০১৬ রাত ০৪:২০
314824
সামছুল লিখেছেন : সহমত ভাইয়া।
380418
০৪ ডিসেম্বর ২০১৬ রাত ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল খবর শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৪ ডিসেম্বর ২০১৬ রাত ০৪:১৯
314823
সামছুল লিখেছেন : আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
380444
০৪ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মালেশিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে সম্ভবত মালেশিয়ার রাজনীতি বেশ গরম ছিল। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সম্ভবত রোহিঙ্গা ইস্যু তার জন্য তাই আশীর্বাদ হয়েই রাজনীতিতে হাজির হয়েছে। আমাদের দেশও এর কড়া প্রতিবাদ জানিয়েছে কিন্তু বাস্তবতা তারা সীমান্তে আরও ৩ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সীমান্ত আটকে রেখেছে। কাশ্মিরীদের ভাগ্য কিছুটা হলেও ভাল যে, পাকিস্তানের মত শক্তিশালী রাষ্ঠ্র তাদের পাশে আছে যারা জাতিসংঘে তাদের পক্ষে দুচারটা কথা বলতে পারে। আমরা ভালভাবেই জানি, এসব প্রতিবাদে মায়ানমারের কিছু আসবে যাবেনা সে প্রতিদিনই রোহিঙ্গাদের উপর নির্যাতনের ধার বাড়াবে। তবুও মালেশিয়াকে ধন্যবাদ।
০৪ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৫৯
314843
সামছুল লিখেছেন : ১০০% সহমত ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File