রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়া।
লিখেছেন লিখেছেন সামছুল ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৫:০০:০১ বিকাল
রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়া। তারা মিয়ানমারের এসব মুসলিমের ওপর চালানো নির্যাতনকে ‘এথনিক ক্লিনজিং’ বা জাতি নির্মূল করে দেয়া হিসেবে আখ্যায়িত করেছে। এর প্রতিবাদে মালয়েশিয়ায় আগামী কাল রোববার সংহতি র্যালি হওয়ার কথা রয়েছে। তাতে উপস্থিত থাকার কথা দেশটির মজলুম প্রধানমন্ত্রী নাজিব রাজাক।যার দয়াই প্রায় ৪-৫ লক্ষ অবৈধ বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়াতে বসবাস করছে।এ ছাড়া একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের অন্যতম আয়োজক মিয়ানমার। এ কারণে মালয়েশিয়া সেই টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ওদিকে রোহিঙ্গা ইস্যুতে গত সপ্তাহে মিয়ানমারে রাষ্ট্রদূতকে তলব করে মালয়েশিয়া।
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন