রহিঙ্গাদের কান্না কেউ কি শুনছেন? কেউ কি দেখছেন??
লিখেছেন লিখেছেন সামছুল ১৮ নভেম্বর, ২০১৬, ০১:৫৩:৪৮ দুপুর
রোহিঙ্গা কান্না কেউ কি শুনছেন? কেউ কি দেখছেন??রোহিঙ্গা মুসলমানদের মানুষ নয়, প্রাণীর মর্যাদা দাও- দু’সপ্তাহ ধরে ফেসবুক খুললেই মায়ানমারের (বার্মা) নারী-শিশুসহ নিপীড়িত মুসলমানদের ছবি দেখে আসছি। এসব ছবি দেখে আমি নিজেকে মুসলমান নয়, মানুষ হিসেবে পরিচয় দিতেও লজ্জা হয়। তাই এসব ছবি সামনে আসলে দ্রুত মাউস চালাই। যাতে ছবিগুলো আমার চোখে না পড়ে। অন্তরে দাগ না কাটে। দেশে বিদেশে আমার যারা বন্ধু-বান্ধব আছেন, আমার ফেবু ফ্রেন্ডদেরও অনেকেই যারা আমাকে ভালবাসেন, তারা টেলিফোনে ও ইনবক্সে এসে অনুরোধ করে- সামছুল ভাই, প্লিজ! বার্মার মুসলমানদের নিয়ে কিছু লিখুন। আমার সেই সব ভাই-বন্ধুদের ধারণা- আমি লিখলেই বার্মার মুসলমানদের ওপর নির্যাতন বন্ধহয়ে যাবে’। রোহিঙ্গাদের জন্য কতটুকু লিখতে পারবে জানিনা। তবে এতটুকু জানি এরাই বর্তমান পৃথিবীতে সবচাইতে অত্যাচারিত। ওরা আমাদের ভাই। ওদের পাশে কে কিভাবে দাঁড়াবেন জানিনা। তবে আমাদের এর জন্য অবশ্যই আল্লাহ কাছে জবাব দিতে হবে।বাংলাদেশের দায়িত্ব রোহিঙ্গা শিশু আর নারীদের আশ্রয় দেয়া। বাংলাদেশ যদি আশ্রয় না দাই,তাহলে রোহিঙ্গাদের জন্য আছে কেবল সমুদ্র।।।
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ আহ্বান।
জাযাকাল্লাহু খাইরান।
I just signed the petition "Take back Aung San Suu Kyi's Nobel Peace Prize!" and wanted to see if you could help by adding your name.
Our goal is to reach 150,000 signatures and we need more support. You can read more and sign the petition here:
https://www.change.org/p/take-back-aung-san-suu-kyi-s-nobel-peace-prize?recruiter=638197193&utm_source=share_petition&utm_medium=email&utm_campaign=share_email_responsive
মন্তব্য করতে লগইন করুন