আজ বিশ্ব বন্ধু দিবস!
লিখেছেন লিখেছেন সামছুল ০৭ আগস্ট, ২০১৬, ০৯:৫৫:৪৫ সকাল
একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে এক সাথে, সে হলো বন্ধুউ বন্ধু আমার!জীবনের চলার পথে অনেক বন্ধু পেয়েছি অনেকে আবার হারিয়ে গেছে কিন্তু তাদের স্মৃতি এখনো আমাকে মনে করিয়ে নস্টালজিক করে। মালয়েশিয়া থেকে খুব মিস করি স্কুল- জীবনের বন্ধুদের। টেলিফোনে কথা বলার সময় বিল নামক অর্থনৈতিক ব্যাপারটা ব্রেনে ঘুরপাক খায়। স্কাইপ, ফেসবুক, ভাইবারের হাই-হ্যালোতে মন ভরে না।বন্ধু-একটি নির্ভরতার নাম, বন্ধু-চলার পথে সুখে-দুঃখে পাশে থাকা সম্পর্কের নাম। বন্ধুত্বে কোনো সীমারেখা নেই, নেই কোনো বাধ্যবাধকতা। বন্ধু শুধুই বন্ধু। আর এই বন্ধুত্বকে আরও প্রগাঢ় করতেই হয়তো সৃষ্টি হয়েছে বন্ধু দিবসের।মালয়েশিয়া থেকে সব বন্ধুদের.......... হ্যাপী ফেন্ডসশিপ ডে।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন