তিন দিন পরে মালয়েশিয়ায় চাইনিজ নিই ইয়ার!!

লিখেছেন লিখেছেন সামছুল ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:০৬:০৩ রাত

দক্ষিন-এশিয় দেশসমুহের মধ্যে মালয়েশিয়া একমাত্র দেশ যেখানে চাইনিজ নিউ ইয়ার সরকারি উদ্যোগে জাঁকজমক ভাবে পালিত হয়। মালয়েশিয়া বসবাসরত চাইনিজ সম্প্রদায় তাদের ঘরবাড়ি, কর্মস্থল, রাস্তাঘাট এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহ অশুভ আত্মা থেকে রক্ষার জন্য ঐতিহ্যবাহী লাল রঙ্গে সজ্জিত করে। চারপাশটা যেন লালে লালে ছেয়ে যায়। চাইনিজ নিউ ইয়ারে শপিংমল, রাস্তায় এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে পনেরো দিন ধরে আতশবাজি এবং লায়ন- ড্রাগন নৃত্য চলে!!

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358517
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
363622
২৬ মার্চ ২০১৬ রাত ১২:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমার চায়না যাওয়া সুযোগ হয়নি। এক বন্ধুর নিকট শুনেছি চায়নাতে ছুটি-ছাটা খুব বেশী নেই, কিন্তু নববর্ষ উৎসবে লম্বা ছুটি থাকে।
ভালো লাগলো আপনার লেখাটি। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File