জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ চিরস্থায়ী।
লিখেছেন লিখেছেন সামছুল ২১ এপ্রিল, ২০১৫, ০৫:২৫:১৫ বিকাল
জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ চিরস্থায়ী। আর এজন্যই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে কেবল দু'টি আদর্শবাদী জোট-
১। আওয়ামীলীগের নেতৃত্বাধীন সেক্যুলার জোট ২। জামায়াতের নেতৃত্বে ইসলামী জোট। এই দু'টি জোটের রয়েছে বিপরীতধর্মী দুই আদর্শ। আওয়ামী জোট টিকে থাকবে কারন ইবলিস সর্বদা তাদের সাথেই আছে, শয়তানী শক্তির সহায়তা থাকার কারনে তারা সহজে পরাজিত হবে না। অন্যদিকে অব্যাহত দমন পীড়ন সত্ত্বেও জামায়াতও টিকে থাকবে কেবল আল্লাহর সহায়তায়।
যদিও জামাতের চেয়ে সাধারন জনগনের কাছে বেশি পরিচিত এবং জনপ্রিয় দল বিএনপি। কিন্তু লীগের দমন পীড়ন সহ্য করে এই দলটি আর খুব বেশিদিন টিকে থাকতে পারবে বলে মনে হয় না। কারন একটাই- আদর্শহীনতা। বিশেষ করে খালেদা জিয়া মারা গেলে বিএনপির ঘুরে দাড়ানোর আর কোন সম্ভাবনাই থাকবে না।তাই একথা বলাই যায়, আগামী দিনের বাংলাদেশে সরকার যদি হয় আওয়ামীলীগ, তাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী এবং প্রধান বিরোধীদল হবে ইসলামী জোট।
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন