"বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই" "মেলায় যাইরে"
লিখেছেন লিখেছেন সামছুল ১৮ এপ্রিল, ২০১৫, ০৭:৩৫:৪৫ সন্ধ্যা
ফিডব্যাকের "মেলায় যাইরে" গানটির লিরিক দেখে টাশকি খাইলাম! আগে কখনো খেয়াল করিনি, একটা লাইন হল এরকম- "বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই"
ললনারা আসলেই রেহাই পায়নি! পহেলা বৈশাখে যত্রতত্র এই গানটি বাজানো হয়, এক হিসেবে এটাই বৈশাখের থিম সং। সারাদিন এমন একটা গান শুনার পর কোন বখাটের মাথা ঠিক থাকবে? যদি বলা হয় এই গানটি শুনেই ললনাদের উপর হামলে পড়তে উদ্বুদ্ধ হয়েছিল বখাটেরা- তাহলে কি ভুল হবে? বখাটেরা হয়তো ধরেই নিয়েছে- গানটিতে যা বলা হয়েছে সেটাই বাঙালীর ঐতিহ্য, ললনাদেরকে তারা টার্গেট করবে এটাও নববর্ষ উৎসবেরই একটা অংশ!! বখাটেরা হয়তো এটাও ভেবেছে- মেলায় আসা মেয়েরাও যেহেতু এই গানটি পছন্দ করে, অতএব তারাও গানটির সাথে একমত? অর্থাৎ বখাটেদের টার্গেট হতে হবে এটা জেনে এবং মেনেই তারা মেলায় আসে? গানটিতে যা বলা হয়েছে ঠিক তাই ঘটেছে। নারী নির্যাতনে ইন্ধন দেয়ার অভিযোগে এই গানের সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি দেয়া উচিৎ এবং এরকম উগ্র গান নিষিদ্ধ করা উচিৎ নয় কি? এরকম একটা গান নারীদের জন্য অবমাননাকর নয় কি? তবুও নারীবাদীরা এব্যাপারে কেন এত নিশ্চুপ?
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন