জীবন-মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমীনে না !!
লিখেছেন লিখেছেন সামছুল ০৭ এপ্রিল, ২০১৫, ০৫:২৮:৫৩ বিকাল
রাষ্ট্রপতির যদি জীবনভিক্ষা/প্রানভিক্ষা দেয়ার ক্ষমতা থাকতো তাহলে কয়েকদিন আগেই সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যেত না !! যে মানুষ নিজেই নিজের জীবন রক্ষা করতে পারে না, সে মানুষ কিভাবে আরেকজনের জীবন ভিক্ষা দিতে পারে !!?? কথাটা সর্বোচ্চ এমন হতে পারে " কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা বা অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা "। কিন্তু নাস্তিকরা সেটাকে বানিয়ে দিয়েছে প্রান ভিক্ষা চাওয়া /জীবন ভিক্ষা চাওয়া !!
মুসলমানরা সেই কাফেলার সৈনিক , যে কাফেলায় হযরত ইব্রাহিম (আ.) কে চড়কে উঠিয়ে যখন জ্বলন্ত অগ্নিকুন্ডে ফেলে দেবে, সেই মুহূর্তে তাঁর ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহতায়ালা হযরত জিব্রাইল (আ.)কে পাঠালেন। হযরত জিব্রাইল (আ.) এসে বললেন, হে ইব্রাহিম! আপনাকে আগুনে ফেলা হচ্ছে। আপনি আমার কাছে সাহায্য চান। আমি আপনাকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম (আ.) বললেন, জিব্রাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না? যিনি তাঁর বান্দার দুঃখ-কষ্টগুলো নিজের চোখে না দেখেন!!!
জীবন-মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমীনে না !! বুঝে না বুঝে আমরা অজান্তেই অনেক সময় শিরক করার মত কবিরা গুনাহ করে ফেলি !! ‘‘আল্লাহ কেবল শিরকের গুনাহই মাফ করেন না; উহা ব্যতিত আর যত গুনাহ আছে তা যার জন্যইচ্ছা মাফ করে দেন। যে লোক আল্লাহর সাথে অন্য কাউকেও শরীক করল; সে তো বড় মিথ্যা রচনা করল, এবং বড় কঠিন গুনাহের কাজ করল। (সূরা আন-নিসা ৪, আয়াত ৪৮)
আল্লাহ তায়ালা আমাদের শিরকের মত কবীরা গুনাহ থেকে বেচে থাকার তৌফিক দান করুন .....
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঝুলাতে চাস ঝুলা,
যখন মহান রবের খাবি পাকড়া
পালবার পথ খোঁজে পাবিনা।
অতএব কোন প্রাণ ভিক্ষা নয়, যদিও প্রাণ ভিক্ষা চাওয়া হয় না, এটা অপ্রচার ছাড়া আর কিছুই না!
কামারুজ্জামানরা যাদেরকে মেরেছে এবং মারতে সাহায্য করেছে তারা বা তাদের ওয়ারিশরা কি উনাদের মাফ করেছেন ?
৭১ এ নিরপরাধ স্বদেশী মুসলমানদের মারার জন্য পরকালে উনাদের জন্য আরও কঠিন আযাব কি অপেক্ষা করছে না ?
মন্তব্য করতে লগইন করুন