ইসলামি চিন্তাবিদ 'শাহরিয়ার কবিরের' অভাবনীয় ইসলামী চেতনায়, আমি মুগ্ধ (হাসবো না কানবো confused)

লিখেছেন লিখেছেন সেলফিশ ১৮ আগস্ট, ২০১৩, ০৮:০৫:০৯ রাত

গতকাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাহরিয়ার কবির, সময় টিভিতে ইসলাম শিক্ষা করছিলেন, ''পর্দা আসলে ইসলাম থেকে আসে নি, আরবে খুব গরম তাই মহিলারা বোরকা পরতো, নইলে তাদের মুখ, হাত পুড়ে যেত, ফোসকা পড়ে যেত। এটা আসলে ইসলাম থেকে আসে নি, আমরা যখন University তে পড়তাম, তখন তো কোন হিজাব দেখি নি, এগুলো আসলে ওয়াহাবিজম থেকে এসেছে, গত ৫০ বছর ধরে আরব কেন্দ্রিক এই ওয়াহাবিজম এর উৎপত্তি। আর তারা এগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।আসল ইসলাম হল সুফিবাদ, আমাদের দেশে যেসব সুফি-পীর, আল্লাহর ওলি রা এসেছেন তারা তো এরকম হিজাবের কথা বলেননি, কিন্তু ধীরে ধীরে এসব ওয়াহাবিজম - জঙ্গিবাদ আসার কারণে এদেশের মানুষ ইদানিং পরদা-হিজাব এগুলো করছে...''

তিনি আরও বলেন, '''আমি তো পাকিস্তানে গিয়েছি সেখানে মাজারে যারা নাচ-গান করে *শান্তিপূর্ণ ইসলাম পালন করে, তাদের উপরি জঙ্গিবাদীরা হামলা করে, আমি যেমন দেখলাম, একটা মাজার পুরো বিদ্ধস্ত করে দিয়েছে জঙ্গীরা...'''

etc etc ......

আমি অনুষ্ঠান টা দেখছিলাম। হাসবো নাকি কানবো, কনফিউশনে ছিলাম। Thinking Day Dreaming Rolling on the Floor

বিষয়: বিবিধ

২৮৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File