বাংলাদেশ এর রাজনীতি, পরিনাম, দায়ভার ।

লিখেছেন লিখেছেন সেলফিশ ০৯ এপ্রিল, ২০১৩, ০৯:৩১:২৮ রাত

বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নতুন করে আর কি বলার আছে, আমরা সবাই খুব ভালো করেই জানি।

বাংলাদেশ এর রাজনীতি মানেই দুর্নীতি, সংঘাত, সন্ত্রাস,

প্রতিহিংসা, ক্ষমতাসীন দের তান্ডব, বিরোধীদের উপর অমানবিক অত্যাচার।

দেশের কোনো সংকটের মুহুর্তে সমাধান এর পথ না খুজে বিরোধীদল ও সরকারপক্ষের একে অপরকে দোষারোপ।

পরিনাম টাও দেশের মানুষ হাতে হাতে ই পাচ্ছে,

''শোষকের পেট ক্রমাগত বড় হচ্ছে, আর শোষিতরা না খেয়ে মরছে।"

অর্থাৎ ক্ষমতাসীনরা ইচ্ছা মত দূনীতি করছে, আর সেই দূনীতির খেসারত দিতে হচ্ছে দেশের অর্থনীতিকে, দেশের মানুষকে।

বাংলাদেশের কি এখন এই করুন হাল এ থাকার কথা ছিল ???

না, কখনো না। বাংলাদেশ এখন মালয়শিয়া, সিঙ্গাপুর এর মত একটা উন্নয়নশীল দেশ হবার কথা ছিল।

আপনাদের কাছে প্রশ্ন : এর জন্য কে দায়ী ????

জানি সবাই এক কথায় উত্তর দিবেন, "এর জন্য দায়ী বাংলাদেশের নোংরা রাজনীতি, বাংলাদেশের দূর্নীতিবাজ

রাজনীতিবীদরা''

কিন্তু না, এই দায়ভার আপনার, আমার, এই বাঙালী জাতির।

সোজা সাপটা ভাবেই বলবো .....

''সবকিছু জানা সত্ত্বেও আপনি কি বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল কে বারবার ভোট দিয়ে নির্বাচিত

করছেন না??''

যেই রাজনীতিবীদদের ৫০% এর দিকে তাকালেই বোঝা

যায়, '' শিক্ষিতের খোজ নাই, অশিক্ষিতের জয়গান''

আহা, ভুল বললাম!!

''সত্য বলতে শিক্ষিতরাই সিংহভাগ দূর্নীতি করে''

তাহলে? আপনি নিজেকে কি বলবেন?

অশিক্ষিত, ছাগল ! যে আপনি বারবার সেই

দূর্নীতিকারীদেরকেই ভোট দিচ্ছেন !!

সাধারণ অর্থে, রাজনীতি হল রাজ্যের নীতি, যে নীতিতে

রাজ্য পরিচালিত হয়, সুতরাং নাগরিক হিসেবে আমাদের

সবাই কেই এতে অংশ নেয়া উচিত।

কিন্তু আমাদের সকল এর অংশগ্রহন এর অভাবেই আজ

এই অবস্হা।

কি বলবো, বাবা বলেন,''''ছেলে, তুমি ওসব রাজনীতি নিয়ে

মাথা ঘামিও না, তোমাকে যে ক্যারিয়ার গড়তে হবে !! ''''

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File