He is my servant!

লিখেছেন লিখেছেন ফাহমিদা ০৮ এপ্রিল, ২০১৩, ০৯:২৪:৩৩ রাত

‘হি ইজ মাই সার্ভেন্ট’ গল্পটি সবার জানা। গ্রাম থেকে পায়জামা পাঞ্জাবি পরা বাবা গিয়েছেন শহুরে পড়ুয়া ছেলের কাছে। বাবার বেশভূষা নতুন করে সাহেব হওয়া ছেলের কাছে সেকেলে ঠেকছে। ছেলে বন্ধুদের কাছে বাবাকে পরিচয় করিয়ে দিতে হীনম্মন্যতায় ভুগছেন। একটা উপায় বের করলেন বন্ধুদের কাছে বাবার পরিচয় দেবেন ইংরেজিতে। যারাই আসছেন জিজ্ঞেস করতেই জানিয়ে দিলেন ‘হি ইজ মাই সার্ভেন্ট’। বাবা স্কুল মাস্টার কামাল উদ্দিনের কাছ থেকে ঠিকই জেনে নিয়েছিলেন ইংরেজি বাক্যটির অর্থ। রক্ত-মাংস পানি করা কৃষি উপার্জন দিয়ে মানুষ করা ছেলের এ মূল্যায়ন নিয়ে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। শহুরে একটি শ্রেণীর জন্ম নিয়ে প্রতীকী এ গল্পটির মধ্যে রয়েছে জাতির পচন ধরানোর জন্মের ইতিহাস। এখন এরা তৃতীয় প্রজন্মে আছেন। তারা বাবাকে স্বীকার না করলেও ছেলেকে নিয়ে উচ্চ আশাবাদী। ছেলের সাহেবজাদা নামজাদা ভাব দেখতে চান তারা। শেকড় হারিয়ে এরা ইউরোপীয় আধা ধর্মীয় সংস্কৃতিতে মিশতে না পারলেও মূর্তিপূজকদের মনে করছেন আদর্শ। মঙ্গলপ্রদীপের মধ্যে তারা প্রগতিবাদিতা দেখলেও তারা দেখতে পায় না মঙ্গল প্রদীপওয়ালাদের দেবদেবী মন্দির ভক্তিকে। এদের কেউ কেউ এখন এসেছেন চেম্বারের নেতৃত্বে। কেউ কেউ গরম করছেন শাহবাগ।

এরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংরক্ষিত কিছু এলাকাকে কব্জা করে জাতির ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। সংখ্যাগুরু মানুষের বোধ বিশ্বাস ও ধর্মকে এরা জঙ্গিবাদী কর্মকা বলে পরিচয় করানোর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের ব্যবহার করছে, প্রণোদনা দিচ্ছে আঞ্চলিক আধিপত্যাবাদী শক্তি। একশ্রেণীর মিডিয়া গড়ে উঠেছে যেগুলোকে অবলম্বন করে জাতির ঘাড়ে চেপে বসার জন্য তারা জন্ম দিচ্ছে ফ্যাসিবাদের। শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য এদের আন্তর্জাতিক আনুকূল্য এবং মিডিয়া ফ্রেন্ডলি অবস্থানকে গ্রহণ করতে চাইছে পুঁজি হিসেবে, যা বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে তৈরি করছে চরম ক্ষোভ। এ ক্ষোভ মানুষের মনে অনেক দিন ধরে সঞ্চারিত হয়েছে। কিন্তু এ ক্ষোভকে উত্তরণের পথ করে দিতে পারেনি দেশের রাজনৈতিক শক্তি। এখন এগিয়ে এসেছেন দেশের মাটি ও মানুষের আস্থাভাজন আলেম-ওলামারা। তাদের আহ্বানে সত্যিই জেগে উঠেছে ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ। এক বর্গমাইলের শাহবাগের আরোপিত ‘গণজাগরণের’ সাথে এর তুলনা করাটা কখনো ঠিক হবে না।

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File