জীবন মোহ

লিখেছেন লিখেছেন ফাহমিদা ০৭ এপ্রিল, ২০১৩, ০৭:০১:৪৩ সন্ধ্যা

জীবন সেতো পদ্ম পাতায় শিশিরবিন্দু

মরুভূমির বুকে যেনো বিষাদ সিন্দু।

যাতনায় ভরা এই পৃথিবীতে

নেই ভালবাসার কোন চিহ্ন,

সামান্য স্বার্থের কষাঘাতে

ভালোবাসা, প্রেম প্রীতি আর মমতা

সবকিছু হয়ে যায় ছিন্নভিন্ন।

আল্লাহ তায়ালাই সর্বাপেক্ষা বেশি জ্ঞাত আমার কল্যান অকল্যান সম্পর্কে।

আমার আমি জীবনের সর্বস্ব তার নিকট সোর্পদ করে দিলাম।

আমাকে সেই ঈমান দাও আল্লাহ মেহেরবান,

যে ঈমান ফাসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান

হাত পেতেছে এই গোনাহগার তোমারই দরবারে

শূন্য হাতে ফিরায়োনা আমায় হে মহান।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File