সমাবেশ সফলের আহ্বান জামায়াতের :
লিখেছেন লিখেছেন ইকবাল আহমদ সিদ্দিকী ১৮ এপ্রিল, ২০১৩, ০৩:৫২:৫৮ রাত
১৮ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত ১৮ এপ্রিল রাজধানীতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বিরোধীদলের গুম হওয়া সব নেতাকর্মীর সন্ধান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে জামায়াতে ইসলামীসহ ১৮ দলের পক্ষ থেকে ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার গত ফেব্রুয়ারি থেকে সারাদেশে অব্যাহত গণহত্যা, গণগ্রেফতার, গণনির্যাতন চালিয়ে দেশকে এক আতঙ্কের জনপদে পরিণত করেছে। দেশের জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই। সারাদেশে পুলিশ ও র্যাব বিরোধীদলের নেতাকর্মী এবং আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে এবং হয়রানি করছে। দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছে। গণপ্রতিরোধে বিপর্যস্ত সরকার জনগণের ওপর চরম নির্যাতন চালিয়ে গণপ্রতিরোধ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। তারপরও সরকার অত্যাচার-নির্যাতন ও সহিংসতার নতুন নতুন কৌশল অবলম্বন করছে। সারাদেশে সরকারের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আজও পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর ২ জন, গাইবান্ধায় ১ জন ও কুড়িগ্রামে ১ জনকে গ্রেফতার করেছে। সরকারের এ গ্রেফতার অভিযানের আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারদের সবাইকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশে আজ বাক, নাগরিক ও সংবাদপত্রের স্বাধীনতা নেই। জনগণের মত প্রকাশের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশের জনগণ সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠেছে। সরকারকে পদত্যাগে বাধ্য করা ছাড়া জনগণের আন্দোলন বন্ধ হবে না।
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন