উল্কামানব

লিখেছেন লিখেছেন উল্কামানব ১৪ এপ্রিল, ২০১৩, ০৮:৩০:৫৩ রাত

আমি উল্কামানব

বাক্যবাণে চূর্ণ করি মানবরুপী দানব

আজব, আজব, আজব

প্রগতির দাবিদারেরাই মুখোশধারী দানব।

প্রগতিশীল দাবীদার পাণ্ডবেরা চরম প্রতিক্রিয়াশীল

হিংস্র এরা, রাক্ষস এরা, নয়ত রহমদিল

এরাই দাবি করে স্বাধীন চেতনার

কাজে কর্মে এরা টুঁটি চেপে ধরে মুসলিম চেতনার।

মুসলিমদেরই দেখা যায় চরম প্রগতিশীল

তাইত এরা নরম হৃদয় বড়ই রহমদিল

আল্লাহর প্রেমে এদের নরম হৃদয় তপ্ত

জাহান্নাম হতে বাঁচতে চায় এরা যা বড়ই উত্তপ্ত।

আল্লাহ্‌ই তো সৃজিল এ বিশ্বজাহান

তিনিই আদি, তিনিই অমর, তিনিই তো মহান

সৃজিলেন তিনি আঙুর, বেদানা, কতশত ফলফলাদি

প্রশংসা তার, মহিমা তার, নিরন্তর নিরবধি।

বিষয়: সাহিত্য

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File