আহলে সুন্নাত ওয়াল জামাত আমার আক্বিদা, আমার অহংকার!

লিখেছেন লিখেছেন মামুন গালফ ২৮ এপ্রিল, ২০১৩, ০৩:০৪:২৯ দুপুর

'খানা অনেক মজা হইছে'

'বিরানীর সাথে মুরগী আর ঝোল দিলানা কেন?'

হাদিয়াটা কিন্তু দিয়া যাইও!

অনেক পইসাওয়ালা, দাওয়াত পড়ামু! আল্লাহ দৌলত বাড়াইয়া দাও, আমিন!

বাবার দরবারে মাথা ঠেকাইয়া উপুড় হইয়া সিজদা করেন!

উনি আপনারে ইশারায় জান্নাতে নিয়া যাইবো!

উনার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশান!

খবরদার বাবার দরবারে শানে বেআদবি করবেননা!

যার পীর নাই, তার পীর শয়তান!

আহলে সুন্নাত ওয়াল জামাত - জিন্দাবাদ!

বাকিরা সব ওহাবী,মওদূদী,শিয়া,জামাত আকিদা বেঠিক, খবরদার তাদের ধারেকাছে যাইবানা!

আমরা রাজনীতি করিনা, ধর্মের নামে আবার রাজনীতি!

আমার পেটনীতি ঠিক, সব ঠিক। ওরা জেগে উঠলে আমার ব্যবসার বারোটা বাজবে। তখন কিভাবে মাইজভান্ডারে গিয়া বাবার কাছে সন্তান চেয়ে গরু দেবো? মান্নত করবো?

উনি বাবা হুজুর! চোখ বন্ধ করে মক্কায় গিয়া নামায পরে, মসজিদে যাওয়া লাগেনা। আমরাই একমাত্র আশেকে রাসুল, আমাদের মুর্শিদ পৃথিবীর সকল অলিআল্লাহ, নবী-রাসূল অপেক্ষা অধিক মর্যাদাশীল,তিনিই কেয়ামতের মাঠে আপনাদের জন্যে সুপারিশ করবেন। মানতের টাকা অবশ্যই দিয়ে যাবেন।

আহলে সুন্নাত ওয়াল জামাত-জিন্দাবাদ। আমাদের গ্রামে কমপক্ষে ১০/১২ টি মাজার, চাঁদা তুলি সারা বছর, ওরশ করি, ব্যবসা করি,মান্নত করি! ধান্ধা নিয়ে কের্পেট হলে আবার গ্রুপিং হয়ে যাই। এই ধরেন, পুরো গ্রামে ২০/২৫ টা গ্রুপ আছে। এটাই আমাদের সারা বছরের ক্যালেন্ডার হিসাবে ধর্মকর্মের সিলেবাস। মাজার কমিটি,খাদেম-খাদ্দামা সবার পরিবার-অন্নসংস্থান আমাদের আকিদা থেকে আসে।

এভাবে সারা বাংলাদেশে আমাদের আকিদা ছড়িয়ে দিতে পারলে ইসলামকে জ্যান্ত ৫০/৬০ হাজার ভাগ করে টুকরো টুকরো কেটে আপনার ইসলামী রেনেসা স্বপ্ন করে দিতে পারি। এটাই আমার আকিদা, আমি গর্বিত আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র নবীপ্রেমের ঠিকাদার!

বিষয়: বিবিধ

১৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File